Tata Punch EMI: মাত্র ১০ হাজার টাকা ডাউনপেমেন্টেই কিনতে পারবেন টাটা পাঞ্চ! জানুন কীভাবে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Tata Punch EMI: টাটা পাঞ্চ এখন মাত্র ১০ হাজার টাকার ডাউন পেমেন্টে কিনে ফেলা সম্ভব। এই বাজেট SUV-এর জন্য প্রতি মাসে কত EMI দিতে হবে, লোনের সুদের হার কত—সব তথ্য জানুন সহজ ভাষায় এই প্রতিবেদনে...
Tata Punch: আপনি কি একটি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তবে টাটা মোটরস-এর জনপ্রিয় মডেল Tata Punch হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। এই গাড়িটি দেখতে স্টাইলিশ, মাইলেজ ভালো এবং দামও অনেকটাই সাশ্রয়ী। যাদের বাজেট একটু কম, কিন্তু SUV কেনার ইচ্ছে আছে, তাদের জন্য টাটা পাঞ্চ আদর্শ।
এই গাড়িটির দাম শুরু হচ্ছে প্রায় ৬.৬৬ লক্ষ টাকা (অন-রোড প্রাইস, দিল্লি) থেকে। তবে পুরো টাকা একসঙ্গে না দিলেও চিন্তার কিছু নেই। কারণ, আপনি কার লোনের মাধ্যমে মাত্র ১০ হাজার টাকার ডাউন পেমেন্টে এই গাড়িটি কিনে নিতে পারেন।
আরও পড়ুন: আপনার ফোন নতুন, সেকেন্ড হ্যান্ড না চুরি হওয়া ফোন! এক SMS-এই জানুন ফোনের সবকিছু ‘এইভাবে’…
advertisement
advertisement
কীভাবে পাবেন টাটা পাঞ্চ লোনে? Cardekho ওয়েবসাইট অনুযায়ী, যদি আপনি পাঞ্চের Pure Petrol ভ্যারিয়েন্ট কিনতে চান, তাহলে ব্যাংক আপনাকে প্রায় ৫.৯৯ লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে পারে। এই টাকার ওপর যদি ৯.৮% সুদে আপনি লোন নেন, তাহলে: ৬০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে: প্রতি মাসে ১৫,৩২৬ টাকা EMI (৪ বছরের জন্য) ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে: প্রতি মাসে ১৮,২৮২ টাকা EMI (৪ বছরের জন্য), যদি আপনি লোন ৫ বছরের জন্য নেন, তবে EMI হবে প্রায় ১২,৮২৮ টাকা প্রতি মাসে৷
advertisement
লোন নেওয়ার আগে আপনার ক্রেডিট স্কোর ভালো কিনা দেখে নিন। স্কোর যত ভালো, তত কম সুদে লোন পাবেন। EMI দেওয়ার ক্ষমতা অনুযায়ী লোন টেনিওর (মেয়াদ) ঠিক করুন। ডাউন পেমেন্ট যত বেশি, EMI তত কম হবে।
advertisement
অল্প টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এখন স্বপ্নের SUV টাটা পাঞ্চ খুব সহজেই কিনতে পারেন। তবে লোন নেওয়ার আগে ব্যাংকের অফার ও সুদের হার ভালো করে যাচাই করে নিন। এতে ভবিষ্যতে আর্থিক চাপ কম পড়বে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 9:42 PM IST