Kanpur Missing Police: ৬ মাস ধরে নিখোঁজ ২২৪ পুলিশকর্মী, কানপুর কমিশনারেটে তীব্র চাঞ্চল্য! গেল কোথায় এত পুলিশ? কোনও খোঁজই নেই...

Last Updated:

Kanpur Missing Police: কানপুর কমিশনারেট থেকে ৬ মাস ধরে নিখোঁজ ২২৪ জন পুলিশ কর্মী। দারোগা ও সিপাহী মিলিয়ে এই ঘটনা পুলিশ বিভাগে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বহুবার নোটিশ পাঠিয়েও কোনও উত্তর আসেনি। তদন্তে নেমেছে প্রশাসন, বিস্তারিত জানুন...

৬ মাস ধরে নিখোঁজ ২২৪ পুলিশকর্মী, কানপুর কমিশনারেটে তীব্র চাঞ্চল্য! গেল কোথায় এত পুলিশ? কোনও খোঁজই নেই...
৬ মাস ধরে নিখোঁজ ২২৪ পুলিশকর্মী, কানপুর কমিশনারেটে তীব্র চাঞ্চল্য! গেল কোথায় এত পুলিশ? কোনও খোঁজই নেই...
কানপুর: উত্তরপ্রদেশের কানপুর কমিশনারেট থেকে এক আশ্চর্যজনক তথ্য উঠে এসেছে। জানা গেছে, মোট ২২৪ জন পুলিশ কর্মী গত ৬ মাস ধরে ডিউটি করছেন না এবং তাঁদের কোনও খোঁজও নেই। এই ঘটনা সামনে আসতেই পুলিশ বিভাগের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
৬ মাস ধরে নেই ডিউটিতে, ফোনও সুইচড অফ হিন্দি সংবাদমাধ্যম ‘i next’ এর রিপোর্ট অনুযায়ী, কানপুর কমিশনারেটে নিযুক্ত এই ২২৪ জন পুলিশকর্মী তাঁদের কর্মস্থলে অনুপস্থিত। তাঁরা না বাড়িতে আছেন, না নিজের জেলায় অবস্থান করছেন। এমনকি তাঁদের মোবাইল নম্বরও বন্ধ। ফলে তাঁরা কোথায় আছেন, সেটাও জানা যাচ্ছে না।
advertisement
advertisement
নোটিশ পাঠানো সত্ত্বেও নেই সাড়া, এই ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অন্তত দু’বার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি। যার জেরে বিভাগীয় স্তরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্র জানাচ্ছে, পুরো বিষয়টি পুলিশ সদর দফতরকেও জানানো হয়েছে।
মিলেছে নানা কারণ নিখোঁজদের মধ্যে রয়েছেন ১০৯ পুরুষ সিপাহী, ৫৭ মহিলা সিপাহী, ৩৪ দারোগা ও ২৪ মহিলা দারোগা। ৩৯ জন পুলিশ কর্মী আগেই বিভাগীয় তদন্তের পর ‘ডিসলোকেটেড’ হিসেবে চিহ্নিত হয়েছেন। ২০ জন গত ছয় মাস ধরে একেবারেই অনুপস্থিত। ৩৪ জন ছুটি নিয়ে গেছেন কিন্তু আর ফেরেননি। আরও ২৭ জন ছুটি শেষে ফিরেননি।
advertisement
কিছুজন কুম্ভমেলায় ডিউটির পর ফেরেননি, কেউ গেছেন বিয়েতে অনেক পুলিশকর্মীর কুম্ভমেলায় ডিউটি ছিল, সেখান থেকে তাঁরা আর ফেরেননি। কেউ কেউ মেডিক্যাল ছুটিতে গেছেন, আবার কেউ বিয়ের নাম করে ছুটি নিয়েছেন। পুলিশ আধিকারিকদের মতে, অনেক পুলিশকর্মী দীর্ঘ ছুটির পরে ফিরে এসে কোনও চিকিৎসকের রিপোর্ট বা ঊর্ধ্বতন আধিকারিকের সুপারিশ পত্র দিয়ে চাকরিতে ফিরতে চেষ্টা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kanpur Missing Police: ৬ মাস ধরে নিখোঁজ ২২৪ পুলিশকর্মী, কানপুর কমিশনারেটে তীব্র চাঞ্চল্য! গেল কোথায় এত পুলিশ? কোনও খোঁজই নেই...
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement