Virat Kohlis Video Appeal: চিন্নাস্বামীতে পদপিষ্টে ১১ জনের মৃ*ত্যুর কারণ বিরাট কোহলি! RCB-কেও দায়ি করল কর্ণাটক সরকার...

Last Updated:

Virat Kohlis Video Appeal: ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। কর্ণাটক সরকার এই ঘটনায় RCB এবং আয়োজকদের দায়ী করেছে। বিরাট কোহলির ভিডিও আহ্বান এবং অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজন ছিল মূল কারণ...

চিন্নাস্বামীতে পদপিষ্টে ১১ জনের মৃত্যুর কারণ বিরাট কোহলি! RCB-কেও দায়ী করল কর্ণাটক সরকার...
চিন্নাস্বামীতে পদপিষ্টে ১১ জনের মৃত্যুর কারণ বিরাট কোহলি! RCB-কেও দায়ী করল কর্ণাটক সরকার...
বেঙ্গালুরু: ১৭ বছর পর আইপিএল জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ আর সেই কারণে উচ্ছ্বাসে ভেসেছিল শহরের মানুষ৷ কিন্তু সেই ঘটনাই বিষাদে পরিণত হয়৷ পদপিষ্টের কারণে মৃত্যু হয় একাধিক তরুণ-তরুণীর৷ এবার সেই ঘটনার দায় নিয়ে মুখ খুলল কর্ণাটক সরকার৷ এবার অভিযোগ আঙুল RCB ও বিরাট কোহলির দিকে৷
ঘটনাটি ঘটে ৪ জুন ২০২৫৷ এদিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিজয় উদ্‌যাপন অনুষ্ঠানের নামে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। শহরের প্রাণকেন্দ্রে হাজার হাজার মানুষ জমায়েত হন তাদের প্রিয় দলের জয়ের আনন্দে শরিক হতে। কিন্তু সেই আনন্দ মুহূর্তে পরিণত হয় বিষাদের স্রোতে—১১ জনের মৃত্যু হয় পদপিষ্ট হয়ে, বহু মানুষ গুরুতর আহত হন।
advertisement
advertisement
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কর্ণাটক সরকার হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে দাবি করেছে, RCB শহরের পুলিশ বা প্রশাসনের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই এই বিজয় শোভাযাত্রার ঘোষণা করেছিল। এমনকি, DNA এন্টারটেইনমেন্ট নামের আয়োজক প্রতিষ্ঠান কেবল মাত্র আগের দিন পুলিশকে তথ্য দিয়েছিল, অনুমতি নেয়নি।
advertisement
যদিও পুলিশ স্পষ্টভাবে এই অনুষ্ঠানকে অনুমতি দেয়নি, তবুও ৪ জুন সকালেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিরাট কোহলির একটি ভিডিও, যেখানে তিনি ফ্যানদের ফ্রি-এন্ট্রি উদ্‌যাপনে যোগ দিতে আহ্বান জানান। সেই ভিডিও ছিল আগুনে ঘৃতাহুতি—তিন লক্ষেরও বেশি মানুষ রাস্তায় নেমে পড়েন।
advertisement
বিপর্যয় ঘটে যখন বিকেল ৩টা ১৪ মিনিটে হঠাৎ ঘোষণা আসে—স্টেডিয়ামে প্রবেশ শুধুমাত্র পাস থাকলে সম্ভব। মুহূর্তেই জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠেলাঠেলির মধ্যে শুরু হয় বিশৃঙ্খলা। গেট না খোলায় এবং প্রবেশপথে পরিকল্পনার অভাবে পদপিষ্ট হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
কর্ণাটক সরকার স্পষ্ট ভাষায় দোষ চাপিয়েছে RCB, DNA এবং KSCA-র উপর। তারা কেউই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেয়নি। বিপরীতে, পুলিশ বাহিনী সীমিত সম্পদে দুইটি অ্যাম্বুলেন্স ও একটি দমকল বাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Virat Kohlis Video Appeal: চিন্নাস্বামীতে পদপিষ্টে ১১ জনের মৃ*ত্যুর কারণ বিরাট কোহলি! RCB-কেও দায়ি করল কর্ণাটক সরকার...
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement