গাড়িতে উঠলে লক্ষ্য করলে দেখা যাবে যে, চালকের পাশের কোণে একটি রোটেটর রয়েছে। যার উপরে লেখা রয়েছে ১,২,৩। হয়তো এই রোটেটর বহু বার ব্যবহারও করেছেন অনেকে, কিন্তু কোনও পরিবর্তন হয়নি দেখে এর ব্যবহার তেমন বোঝা যায়নি।
এই ফিচারটিকে হেডলাইট লেভেলিং অ্যাডজাস্টার বলা হয়। এর সাহায্যে গাড়ির হেডলাইটের আলোর রশ্মিকে উপরের দিকে ওঠানো কিংবা নীচের দিকে নামানো যাবে। যদিও হেডলাইটে হাই-বিম এবং লো-বিমের বিকল্প থাকে। তবুও এই বৈশিষ্ট্যটির ব্যবহার অনন্য। জেনে নেওয়া যাক, এই রোটেটরের কাজ।
advertisement
কী কাজ করে এই লেভেলার?
১. হেডলাইট লেভেলার বেশির ভাগ গাড়িতে ম্যানুয়াল হিসেবেই আসে। এখন কিছু প্রিমিয়াম গাড়িতে এর অটোমেটিক ভার্সন আসতে শুরু করেছে। এই লেভেলারের উপর লেখা ১,২,৩। আসলে এগুলি এক-একটা পর্যায়। এর মাধ্যমে হেডলাইটের স্টেজ সেট করা সম্ভব।
২. গাড়িতে একা থাকলে আরোহী লেভেলারটিকে ০ পর্যায়ের পাশাপাশি ১ পর্যায়ে রাখতে পারেন। এর ফলে গাড়ির হেডলাইট তেমন চড়া থাকবে না এবং বেশি উচ্চতার দিকেও থাকবে না। অন্য দিকে যখন গাড়ির পিছনের সিটে ২ থেকে ৩ জন যাত্রী বসেন, তখন গাড়িটি কিছুটা পিছনের দিকে হেলে যায়। এমন পরিস্থিতিতে গাড়ির হেডলাইট বেশি উচ্চতায় থাকে। এক্ষেত্রে রোটেটর স্টেজ ২-এ রাখা যেতে পারে। এতে হেডলাইট স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন- মাটির মধ্যে গর্ত করে কলা আর ডিম ভেঙে ছড়িয়ে দিলেন এক ব্যক্তি, এর পরেই ঘটল ম্যাজিক!
৩. অন্য দিকে, ৫-সিটার গাড়িতে যদি পাঁচ জন আরোহী এবং বুটে লাগেজ থাকে, তখন এটি পিছনের দিক থেকে নিচে ঝুঁকে যায়। যদিও ড্রাইভিংয়ের উপর এর প্রভাব পড়ে না। কারণ গাড়িটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এর প্রভাব আলোর নিক্ষেপের উপর পড়ে। যদিও খুব বেশি দূরত্বের জন্য পথে আলো ফেলতে পারে না। এক্ষেত্রে লেভেল ৩ ব্যবহার করতে পারেন। এতে গাড়ির হেডলাইট নীচের দিকে থাকবে। আর দীর্ঘ পথ আলোকিত থাকবে।