স্প্যানিশ ভাষায় একটি বার্তাও দিয়েছেন লিও। যার মানে জিভাকে বিশেষ উপহার। অনেক ভালোবাসা মেসির থেকে। যদিও ফুটবলের সঙ্গে ক্রিকেটের তুলনা চলে না, তবুও মেসির মতোই ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে তিনটে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি আর্জেন্টিনার ভক্ত।
এর আগে যখন মেসি কলকাতায় এসেছিলেন, তখনও তার থেকে অটোগ্রাফ সংগ্রহ করেছিলেন ধোনি। আসলে ক্রিকেটার হওয়ার আগে স্কুল এবং কলেজ জীবনে চুটিয়ে ফুটবল খেলেছেন ধোনি। গোল কিপিং করতেন ভাল। প্রয়োজনে স্ট্রাইকার খেলতে পারতেন। প্রাক্তন ভারত অধিনায়কের আমলেই ভারতের অনুশীলনের অনেকটা জুড়ে থাকত ফুটবল।
advertisement
মাহি বিশ্বাস করতেন ম্যাচের আগে ফুটবল খেলে গা গরম করলে ক্রিকেটারদের শরীরের সক্ষমতা বেড়ে যায় কয়েক গুণ। তাছাড়া আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ প্রকাশ করেছিলেন ধোনি। ছোটবেলায় দিয়েগো মারাদোনার ভক্ত ছিলেন তিনি।
তাই অনেক আর্জেন্টাইন সমর্থকের মত তিনিও আনন্দ পেয়েছেন দীর্ঘদিন পর মেসির দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখে। মেসির পাঠানো উপহার ধোনির মেয়ে জিভার কাছে চিরদিন বহু মূল্য হিসেবে থেকে যাবে তাতে সন্দেহ নেই। জিভা নিজেও ক্রিকেটের পাশাপাশি ফুটবল ভালোবাসে।