TRENDING:

ধোনির মেয়ের জন্য অটোগ্রাফ করা জার্সি পাঠালেন লিও মেসি! আনন্দে পাগল জিভা

Last Updated:

Ziva daughter of Mahendra Singh Dhoni receives special autographed Jersey of Argentina from Lionel Messi. ধোনির মেয়ের জন্য অটোগ্রাফ করা জার্সি পাঠালেন লিও মেসি! আনন্দে পাগল জিভা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর এখনও ক্লাব ফুটবলে যোগদান করেননি। রয়েছেন নিজের দেশেই। বড়দিনের ছুটি কাটিয়েছেন রোজারিওতে। এবার নতুন বছরের ছুটি কাটিয়ে ফেরার কথা প্যারিসে। তার আগে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার জন্য একটি বিশেষ আর্জেন্টিনার জার্সি অটোগ্রাফ করে পাঠালেন মেসি।
মেসির সই করা জার্সি পেয়ে উৎফুল্ল ধোনির মেয়ে
মেসির সই করা জার্সি পেয়ে উৎফুল্ল ধোনির মেয়ে
advertisement

স্প্যানিশ ভাষায় একটি বার্তাও দিয়েছেন লিও। যার মানে জিভাকে বিশেষ উপহার। অনেক ভালোবাসা মেসির থেকে। যদিও ফুটবলের সঙ্গে ক্রিকেটের তুলনা চলে না, তবুও মেসির মতোই ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে তিনটে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি আর্জেন্টিনার ভক্ত।

এর আগে যখন মেসি কলকাতায় এসেছিলেন, তখনও তার থেকে অটোগ্রাফ সংগ্রহ করেছিলেন ধোনি। আসলে ক্রিকেটার হওয়ার আগে স্কুল এবং কলেজ জীবনে চুটিয়ে ফুটবল খেলেছেন ধোনি। গোল কিপিং করতেন ভাল। প্রয়োজনে স্ট্রাইকার খেলতে পারতেন। প্রাক্তন ভারত অধিনায়কের আমলেই ভারতের অনুশীলনের অনেকটা জুড়ে থাকত ফুটবল।

advertisement

মাহি বিশ্বাস করতেন ম্যাচের আগে ফুটবল খেলে গা গরম করলে ক্রিকেটারদের শরীরের সক্ষমতা বেড়ে যায় কয়েক গুণ। তাছাড়া আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ প্রকাশ করেছিলেন ধোনি। ছোটবেলায় দিয়েগো মারাদোনার ভক্ত ছিলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

তাই অনেক আর্জেন্টাইন সমর্থকের মত তিনিও আনন্দ পেয়েছেন দীর্ঘদিন পর মেসির দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখে। মেসির পাঠানো উপহার ধোনির মেয়ে জিভার কাছে চিরদিন বহু মূল্য হিসেবে থেকে যাবে তাতে সন্দেহ নেই। জিভা নিজেও ক্রিকেটের পাশাপাশি ফুটবল ভালোবাসে।

বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির মেয়ের জন্য অটোগ্রাফ করা জার্সি পাঠালেন লিও মেসি! আনন্দে পাগল জিভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল