হ্যাজলের সঙ্গে যুবরাজের বিয়ে হয় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর ৷ ২৫ জানুয়ারি, ২০২২ সাল তাঁদের প্রথম সন্তান জন্মালো ৷ স্বভাবতই এখন খুশির হাওয়া সিং পরিবারে ৷ যুবরাজ এই খবর ঘোষণা করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর বন্ধু এবং সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিতে থাকেন।
advertisement
ভারতীয় ক্রিকেটের হয়ে যুবরাজের অবদান অনেক ৷ ভারতের ২০০৭ টি টোয়েন্টি এবং ২০১১ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য যুবি ৷ মারণ রোগ ক্যানসারকে জয় করেও ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি ৷ শেষপর্যন্ত ২০১৯ সালে অবসরের ঘোষণা করলেও কিছুদিন আগেই যুবরাজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ফের ক্রিকেট মাঠে এ বছরই ফিরতে চান তিনি ৷ যুবরাজ ৩০৪টি ওয়ান ডে খেলে ৮,৭০৮ রান করেছেন ৷
গত বছর মার্চ মাসে যুবরাজের স্ত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। হ্যাজেল লিখেছিলেন, "আপাতত আমি কিছু সময় সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এবার আমি বাস্তব জগতে পা রাখব। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করুন।"