advertisement
প্লে অফে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক কে ইতিহাসের পাতায় নাম তুলেছেন ইজি ওঙ্গ। ফাইনালে ইজি ওঙ্গের স্লো ইয়র্কার, বলের পেস পরিবর্তন নিয়ে কাজ করেছিল দিল্লির ব্যাটাররা। কিন্তু ফাইনালে ফুলটস বলেই কামাল করে দেখালেন ইজি ওঙ্গ। দ্বিতীয় ওভারে ইজি ওঙ্গের প্রথম দুটি বলে একটি ছক্কা ও একটি চার মারেন শেফালি বর্মা। তৃতীয় বল স্লোয়ার দিতে গিয়ে রিলিজে ভুল হওয়ায় ফুলটস পড়ে যায়। সেই বল হিট করতে গিয়ে মিস টাইমিং করেন শেফালি। বল হাই হয়ে যায় ক্যাচ ধরেন অ্যামেলিয়া কের। তবে কোমড়ের উপরের ফুলটস কিনা তার জন্য আম্পায়ারের কাছে নো বল দেখার জন্য আবেদন জন। কিন্তু আম্পায়র দেখে সেই আবেদন নাকোচ করে আউট দেন।
আরও পড়ুনঃ Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির 'চিঠি', কাকে লিখলেন 'মনের কথা'
এরপর ক্রিজে আসেন অ্যালাইস ক্যাপসে। প্রথম বল ডিফেন্স করেন তিনি। পঞ্চম বলে ফের ফুলটস পড়ে যায় ইজি ওঙ্গের। আর তা টাইম করতে না পেরে ক্যাচ দিয়ে বসেন ক্যাপসে। সামনে ড্রাইভ করে দুরন্ত ক্যাচ ধরেন আমনজিৎ কউর। পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন ইতি ওঙ্গ। তার আগে দুটি চার মারে ভালো শুরু করেছিলেন জেমাইমা রড্রিগেজ। ওভারের দ্বিতীয় বলে অফ স্টাম্পের নিজের তৃতীয় ফুলটস করেন ইজি ওঙ্গ। আর সেই বল সোজা পয়েন্টের হাতে জমা করে দেন জেমাইমা। গত ম্যাচে হ্যাটট্রিকের পর ফািনাসে তিন ফুলটসে ৩ উইকেট নিয়ে সক ের নজর কেড়ে নেন ইজি ওঙ্গ।