Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির 'চিঠি', কাকে লিখলেন 'মনের কথা'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi: বিশ্বজয়ের পর কেটে গিয়েছে ৩ মাসেরও বেশি সময়। পানামার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ জেতার পর নেট দুনিয়ায় ভাইরাল হল মেসির চিঠি। যেখানে মনের কথা জানিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।
বুয়েনস আয়ার্স: বিশ্বকাপ জয়ের পর থেকেই দীর্ঘসময় পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ও স্পেনের বাড়িতে যাওয়ার পাশাপাশি আল্পসেও পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ জয় উপলক্ষ্যে পার্টিও দিয়েছিলেন মেসি। বিশ্বজয়ের পর কেটে গিয়েছে ৩ মাসেরও বেশি সময়। পানামার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ জেতার পর নেট দুনিয়ায় ভাইরাল হল মেসির চিঠি। যেখানে মনের কথা জানিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।
গত বছর ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছিল লিওনেল মেসির। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বজয়ের স্বাদ উপহার দিয়েছিল মেসির দল। আবেগে ভেসেছিলেন এলএমটেন। তবে কবে দেশের মাটিতে সমর্থকদের সামনে ম্যাচ খেলবেন সেই অপেক্ষায় ছিল মেসির সহ গোটা আর্জেন্টিনা দল। বিশ্বজয়ের ৯৫ দিন পর গত ২৩ মার্চ বুয়েনস আয়ার্সে ৮৩ হাজার দর্শক ঠাসা স্টেডিয়ানে পানামার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে নীল-সাদা ব্রিগেড। ম্যাচে মেসির দুরন্ত ফ্রি কিক ও আলমাডার গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জেতে আর্জেন্টিনা। কিন্তু ঘরের মাঠে দর্শকরা যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, ভালোবাসা দিয়েছে তা দেখে মাঠেই চোখ ভিজেছিল মেসির।
advertisement
advertisement
advertisement
এবার সেই দর্শকদের উদ্দেশ্যেই নিজের মনের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন লিওনেল মেসি। সেখানে মেসি লিখেছেন,"বিশ্ব জয়ের স্বপ্ন দেখার পাশাপাশি আরও একটা কল্পনা করতাম বিশ্বকাপ জিতে দেশে ফিরলে কেমন হতে পারে, কতটা ভালোবাসা পেতে আমরা। কিন্তু যে অনুভূতি আমি বা আমরা পেলাম তা কল্পনার অতীত। এই অনুভূতি বোঝানোর ভাষা আমার জানা নেই। এত ভালবাসার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। এই দিনগুলি আমার কাছে বিশেষ। শুধু এটুকু বলতে পারি, আর্জেন্টিনার সমস্ত মানুষকে উৎসবে মাততে দেখে ভীষণ আনন্দ পেয়েছি। সকলকে অনেক ধন্যবাদ।"
advertisement
আরও পড়ুনঃ ফের সমালোচনা মেসিদের, মার্টিনেজের 'অশ্লীল' পথে হাঁটলেন আর্জেন্টিনার ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা
মেসির এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। মেসির মনের কথা, আবেগের কথা সকলের মন ছুঁয়ে গিয়েছে। পোস্টে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি সকলের সঙ্গে বিশ্বকাপ হাতে একটি ছবিও পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। প্রসঙ্গত, বিশ্বজয়ের পর দেশের মাটিতে প্রথম ম্যাচে কেরিয়ারের ৮০০ তম গোল করে তা স্মরণীয় করে রেখেছেন মেসি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 1:11 PM IST