এদিনের ম্যাচ অস্ট্রেলিয়ার জাতীয় দলের দুই সতীর্থেরও লড়াই। একদিকে দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং, অপরদিকে ইউপির দায়িত্বে অ্যালিসা হেলি। এদিন টস ভাগ্য কিন্তু সাথ দিয়েছে ইউপি ওয়ারিয়র্সের়। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যালিসা হেলি। রাতের খেলায় দ্বিতীয় ব্যাটিং করে শিশির সমস্যার সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত ইউপি অধিনায়কের। আগের ম্যাচেও রান তাড়া করে জিতেছিল তারা।
advertisement
তবে এদিনের ম্যাচে একটি বড় পরিবর্তন করেছে ইউপি। গ্রেস হ্যারিস যিনি গুজরাটের বিরুদ্ধে ম্যাচ উইনিং পারফর্ম করেছিল তাকে বাইরে রাখা হয়েছে। একটি অতিরিক্ত পেস বোলার খেলনোর জন্য দলে এসেছেন শবনিম ইসমাইল। অপরদিকে টস হারলেও আত্মবিশ্বাসী দিল্লি দল। প্রথম ম্যাচেও আগে ব্যাট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রেখেছিল দিল্লি। এদিনও বড় রান করার লক্ষ্য নিয়েই নামছে শেফালি ভার্মা, মেগ ল্যানিংরা।
দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, তারা নরিস।
আরও পড়ুনঃ Holi 2023: রঙের উৎসবে মাতল আরসিবির মহিলা দল, রঙিন মেজাজে ধরা দিলেন স্মৃতি-শেফালি-পেরিরা
ইউপি ওয়ারিয়র্সের একাদশ: অ্যালিসা হেলি, শ্বেতা শেরাওয়াত, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, সিমরান শেইখ, কিরণ নাভগির, দেবিকা বৈদ্য, সোফি এক্লিস্টোন, শবনিম ইসমাইল, রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলি শর্বানি।
