ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের আগমন বিশ্বকাপের উত্তাপ যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। শনিবারের বিকেলে কলকাতা ময়দান মাতালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু।
আরও পড়ুন- শ্রীলঙ্কা হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড, বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার
মহমেডান স্পোর্টিংয়ের মাঠে এক প্রদর্শনী ম্যাচে মাঠে নামলেন দু'বারের বিশ্বকাপজয়ী ফুটবলার। বল পায়ে ফিরে এল সাম্বা ম্যাজিক। প্রদর্শনী ম্যাচে জোড়া গোল করলেন কাফু। দেখে বোঝার উপায় নেই, পেশাদার ফুটবল ছেড়েছেন অনেক বছর আগে।
advertisement
ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে খেললেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, অলিম্পিকে পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহা, রহিম নবি।
উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। কাফুকে এক ঝলক দেখার জন্য মহমেডান মাঠে উপচে পড়ল ভিড়। খেলার মাঝেই তারকাকে ঘিরে ফটো তোলার আবদার। ছবি কিংবা অটোগ্রাফ দিয়ে আবদার মেটালেন কাফু।
খেলার আগে হুট খোলা জিপ করে মাঠে কাফুকে নিয়ে আসা হয়। সেই সসময় আচমকা রেড রোডে গাড়িতে যেতে যেতে কাফুকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত শহরের আমজনতা।মহমেডান মাঠ থেকেই ইডেন গার্ডেন্সে এলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
ক্রিকেটের নন্দন কাননে ফুটবলের তারকাকে দেখতে ভিড় জমে যায়। কাফু যখন মাঠে আসেন তখন বিসিসিআই পরিচালিত মুস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল চলছিল ইডেনে। ফ্লাডলাইটে আয়োজিত হওয়া সেই ম্যাচে কিছুক্ষণের জন্য চোখ রাখেন কাফু।
আরও পড়ুন- ময়দানে শনিবার বিকেলে সাম্বার ঝলক, কলকাতার মিষ্টিতে মুগ্ধ ব্রাজিলের কাফু
সিএবির কর্তাদের তরফ থেকে সংবর্ধিত করা হয় কাফুকে। দেওয়া হয় একটি বিশেষ ধরণের টাই আর পুস্পস্তবক। ফটোগ্রাফারদের আবদারে সৌরভের ছবির সামনে ছবি তুলতে দেখা যায় কাফুকে।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাফুর সঙ্গে। রবিবারও ঠাঁসা সূচি কাফুর। সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এছাড়া আরও বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে।