শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড, বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার

Last Updated:

টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল ইংল্যান্ড। শেষ চারের টিকিট পাকা করে জস বাটলার, বেন স্টোকসরা।

#সিডনি: শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে পৌছে গেল ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি ম্যাচে ৪ উইকেট লঙ্কান লায়ন্সদের মাত দিলব ব্রিটিশ লায়ন্সরা। ইংল্যান্ডের এই জয়ের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এশিয়া সেরা শ্রীলঙ্কা। টিম ওয়ান থেকে প্রথম দল হিসেবে আগেই সেমিতে পৌছে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পাকা করল ইংল্যাবন্ড।
ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা ভালো করেও পরের দিকে নিয়মিত ব্যবধাবে উইকেট হারানোর ফলে বড় স্কোর করতে ব্যর্থ হন দাসুন শানাকর দল। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন পাথুম নিশাঙ্কা। এছাড়া কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মার্ক উড।
advertisement
১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ব্রিটিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। ওপেনিং জুটিতে ৭৫ রাবের পার্টনারশিপ করেন তারা। ৪৭ করেন অ্যালেক্স হেলস ও জস বাটলার করেন ২৮। এরপর বেন স্টোকস একদিক থেকে ঠান্ডা মাথায় দলকে টানেন। তবে অপরদিক থেকে দ্রুত কিছু উইকেট পড়ায় চাপ বেড়েছিল ইংল্যান্ডের উপর। ২টি করে উইকেট নেন লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসরঙ্গা, ধনঞ্জায়া ডি সিলভা। তবে শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড। ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন বেন স্টোকস।
advertisement
advertisement
ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে শেষ হল টিম ওয়ানের সুপার ১২ রাউন্ডের খেলা। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে শীর্ষ থেকে সেমিতে পৌছেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭ হলেও রান রেটে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌছল ব্রিটিশরা। এছাড়া শ্রীলঙ্কার পয়েন্ট ৪, আয়ারল্যান্ডের ৩ ও আফগানিস্তানের ২।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড, বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement