সম্প্রতি লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে জাদেজা ৬১ রানের ইনিংস খেলেন। সেই ইনিংস নিয়ে চর্চা এখনও চলছে চারপাশে। কারণ জাদেজা সেই ইনিংস না খেললে সেদিন ভারত হয়তো আরও আগেই হেরে যেত ম্যাচটা। জাদেজার জন্য ভারতীয় দল শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচটা হারে।
ভারত শেষ ইনিংসে ১৯৩ রানের লক্ষ্যে তাড়া করছিল। টপ অর্ডার পতনের মধ্যে জাদেজা একা লড়াই চালিয়ে গিয়েছিলেন। যদিও তিনি অপরাজিত ছিলেন, কিন্তু ভারতকে জয় এনে দিতে পারলেন না। ভারতীয় দল ২২ রানে হেরে যায় ম্যাচ। তবে জাদেজার লড়াকু ইনিংস অনেকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
advertisement
আরও পড়ুন- IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগেই পেলেন বড় সুখবর! ‘অধিনায়ক’ হলেন নীতিশ রেড্ডি
অনেকেই জানেন না, আজ থেকে ১১ বছর আগে অর্থাৎ ২০১৪ সালের এপ্রিল মাসে জাদেজা সম্পূর্ণ অন্য একটি কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। সেদিন তিনি ইংল্যান্ডের মহিলা দলের উইকেটকিপার সারাহ টেইলরের সঙ্গে রাতের দিকে মেসেজে কথা বলেন। সেই ভাইরাল চ্যাট হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
২০১৪ সালের এপ্রিল মাসে টি২০ বিশ্বকাপ চলাকালীন জাদেজা ও সারাহ টেইলরের একটি ব্যক্তিগত কথোপকথন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। জানা গেছে, ৭ এপ্রিল রাতে জাদেজা ইংল্যান্ড ক্রিকেটার সারাহকে একটি মেসেজ পাঠান। কিন্তু যেহেতু তিনি সারাহকে ফলো করছিলেন না, তাই সেটি পাবলিক মেসেজে পরিণত হয়।
সারাহ মেসেজটির জবাব দেন এবং কথোপকথন চালিয়ে যান। মাত্র ৯০ মিনিটের মধ্যে তিনি প্রায় দশবার জাদেজার উদ্দেশে ট্যুইট করেন। সেগুলো সবাই দেখতে পায় কারণ প্রতিটি পোস্টে জাদেজার ট্যাগ ছিল। বেশ কয়েকটি মেসেজের মধ্যে বিশেষভাবে ভাইরাল হয় একটি, সেটায় লেখা ছিল, “Tomorrow night. U?” এবং আরেকটিতে লেখা ছিল, “10 am pool?”