IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগেই পেলেন বড় সুখবর! 'অধিনায়ক' হলেন নীতিশ রেড্ডি

Last Updated:

IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টারে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে চতুর্থ টেস্টের আগে বড় সুখবর পেলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। অধিনায়ক হলেন তিনি।

News18
News18
২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টার ওল্ড ট্রাফর্ডে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। লর্ডসে হারের পর সিরিজের বাকি দুটি ম্যাচ ভারতীয় দলের কাছে ডু অর ডাই। ম্যাঞ্চেস্টারে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে চতুর্থ টেস্টের আগে বড় সুখবর পেলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। অধিনায়ক হলেন তিনি।
বর্তমানে ইংল্যান্ড সফরে ব্যস্ত রয়েছেন নীতিশ কুমার রেডডি। প্রথম একাদশে সুযোগ পেয়েও আশানরূপ পারফরম্যান্স করতে পারেনি তিনি। চতুর্থ টেস্টে নীতিশ রেড্ডি প্রথম একাদশে থাকা নিয়েও সংশয় রয়েছে। এরই মধ্যে অধিনায়ক হলেন তিনি। তবে ভারতীয় দলের নয়, অন্ধ্রপ্রদেশের টি-২০ লিগের একটি দলের নেতা নির্বাচিত হয়েছেন নীতিশ রেড্ডি। অন্ধ্র টি-২০ লিগের ‘ভীমাভরম বুলস’ দলের অধিনায়ক হয়েছেন তিনি।
advertisement
অন্ধ্র প্রিমিয়ার লিগের শুরু ২০২২ সালে হয়েছিল। এই টুর্নামেন্টটি রাউন্ড-রবিন ফর্ম্যাটে অনুষ্ঠিত হয় এবং এতে মোট ১৯টি ম্যাচ খেলা হয়। এবারের সিজনে মোট ৭টি দল অংশ নিচ্ছে। যে সাতটি দল অংশ নিচ্ছে সেগুলো হলো – আমরাবতী লায়ন্স, ভীমাভরম বুলস, কাকিনাডা কিংস, রয়্যালস অফ রায়ালসীমা, সিমহাদ্রী ভাইজাক লায়ন্স, তুঙ্গভদ্রা ওয়ারিয়র্স এবং বিজয়ওয়াড়া সানশাইনার্স।
advertisement
advertisement
নীতীশ রেড্ডি অন্ধ্র ক্রিকেটের অন্যতম বড় নাম। তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। তাঁকে ৬ কোটি টাকায় দলে ধরে রাখা হয়েছিল। এছাড়াও তিনি ভারতের হয়ে টি২০ এবং টেস্ট ক্রিকেট খেলছেন। নীতীশ রেড্ডি ছাড়াও এই টুর্নামেন্টে অধিনায়কত্ব করতে দেখা যাবে হানুমা বিহারী, কেএস ভারত, শেখ রশিদ, রিকি ভূঁই এবং অশ্বিন হেব্বারকে। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের তিনটি আসরে কোস্টাল রাইডার্স, রায়ালসীমা কিংস এবং ভাইজাগ ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগেই পেলেন বড় সুখবর! 'অধিনায়ক' হলেন নীতিশ রেড্ডি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement