আরও পড়ুন- এদিকে ধোনি, ওদিকে ইমরান! ভারতকে হারাতে এবার বড় ভূমিকায় খানসাহেব
চলতি টি-২০ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে তিনটি ম্যাচেই বড়সড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে নমিবিয়াকে ৯৬ রানে অলআউট করে দিয়েছিল শ্রীলঙ্কা। এর পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়। তার পর নেদারল্যান্ডসকে মাত্র ৪৪ রানে অল আউট করেন লঙ্কার বোলাররা। ফলে এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পারদ চড়েই রয়েছে। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে তাই শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে চনমনেই দেখাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশের সমর্থকদের চিমটি কেটে দিলেন রীতিমতো। বাংলাদেশের বিরুদ্ধে নামার ঠিক আগে রীতিমতো মাইন্ড গেম খেলা শুরু করলেন শনাকা। বড় মঞ্চে এমন মাইন্ড গেমের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, এখন সেটাই দেখার ব্যাপার।
advertisement
এদিন শানাকা বলেছেন, ''বাংলাদেশের থেকে আমরা অনেক ভাল টিম। তাই আমাদের খেতাব জয়ের সুযোগটাই ওদের থেকে বেশি। টি-২০ ছোট ফরম্যাটের খেলা। আমাদের দল কোয়ালিফায়ারে জাত চিনিয়েছে। নিজেদের দিনে আমরা যে কোনও দলকে হারাতে পারি, সেটা আগেও প্রমাণিত। শ্রীলঙ্কার ক্রিকেটাররা বড় মঞ্চে পারফর্ম করতে পারে। সেটা আমরা বিশ্বকাপের মঞ্চে দেখিয়েছি। তাই খেতাব জয়ের দিকেই চোখ রাখছি। আপাতত পর পর তিনটে ম্যাচ জিতে আমাদের দল ছন্দে রয়েছে। সেটাকেই ধরে রাখতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে আমরা সেরাটা দিতেই নামব।'' ম্যাচের আগে শানাকার এমন টিটকিরি শুনে অবশ্য বাংলাদেশ শিবির থেকে কোনও প্রত্যুত্তর নেই।