এর আগে পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo) ফিফা অ্যাওয়ার্ডসের রেস থেকে ছিটকে যান৷ ৫ বারের বিজয়ী রোনাল্ডো ২০০৭ সালে ফিফা পুরস্কারের জন্য প্রথমবার মনোনীত হন৷ আর সেই প্রথমবার থেকে এই মাত্র ২ বার ফিফা সেরা প্লেয়ারের তালিকা থেকে বাদ পরেছেন৷
আরও পড়ুন - Sourav Ganguly BCCI President: অক্টোবরেই কি সৌরভ বিদায় নেবেন বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে
advertisement
লিওনেল মেসি (Lionel Messi) লেওয়ানডস্কিকে (Robert Lewandowski) হারিয়ে Ballon d’Or জিতেছিলেন
আর্জেন্টিনার সঙ্গে নিজের লিওনেল মেসি (Lionel Messi) গত বছর কোপা আমেরিকায় কাপ জেতার জন্য আর্জেন্টিনাকে প্রথম খেতাব জেতেন মেসি৷ গতবছর সপ্তম বার ব্যালন ডি অর (Ballon d’Or ) জেতেন৷ তিনি সবচেয়ে বেশি বার ব্যালন ডি অর জয়ী ফুটবলার হবেন৷ মেসি সেইখানে রবার্ট লেওয়ানডস্কিকে পিছনে রেখে সম্মান পান৷ পোল্যান্ড এই ফুটবলার এবার মেসিকে হারিয়ে লেওয়ানডস্কিকে প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন৷
আরও পড়ুন - IPL 2022 Mega Auction: KKR চাইছে নিলামের মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক তুলতে, ঝাঁপাবে অন্য দলও
এদিকে লেওয়ানডস্কি র নাম যখন ঘোষণা করা হল তখন মেসির রিঅ্যাকশন ছিল দেখার মতো৷ এতটা ভাবলেশহীণ তিনি কী করে হতে পারেন, তাই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল ভাইরাল ভিডিও (Viral Video)৷
মহিলা ফুটবলারদের মধ্যে ফিফার বর্ষসেরা প্লেয়ার হলেন বার্সিলোনার অ্যালেক্সিয়া পুটেলস এবং জেনিফর হর্মোসো চেলসি-র ফুটবলারকে টেক্কা দিয়ে সেরা হন ৷ তিনি ২০২১-র ব্যালন ডি অরের (Ballon d’Or 2021) সেরা মহিলা ফুটবলার হয়েছিলেন৷
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও খালি হাতে ফেরেননি৷ ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার জন্য বিশেষ সম্মান পান৷