পাকিস্তান সেমি ফাইনালে পৌছতেই দেশ জুড়ে উৎসবের আমেজ। এমনকী বাংলাদেশ ম্যাচ জেতার পর লাইভ টিভিতে বসে নাচতে দেখা গেল পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন তারকাদের। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায় পাকিস্তান-বাংলাদেশ ম্যাচেপ বিশ্লেষণ করার জন্য সেদেশের একটি টিভি চ্যানেলে ছিলেন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, মিসবা উল হক ও শোয়েব মালিকরা। পাকিস্তান ম্যাচ জিততেই সঞ্চালকের তালে তাল মেলান আক্রম, ইউনিস এবং শোয়েব মালিক। মিসবাকে অবশ্য নাচতে দেখা যায়নি। তবে মন খুলে পাকিস্তানের সেমিতে যাওয়ার উপভোগ করেন প্রাক্তন তারকারা।
advertisement
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে মরণ বাচন ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে সাকিবরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন নাজিমুল হাসান শান্তো। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাহন আফ্রিদি। রান তাড়া করতে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ৩২, মহম্মদ হ্যারিস ৩১ ও বাবর আজম ২৫ রান করেন।