বিরাট টুইট করে লিখেছেন, আনবক্সিং-এর আগেই ফোন হারিয়ে ফেললাম। এর থেকে দুঃখের আর কী হতে পারে! কেউ কি আমার ফোনটা দেখেছেন? যদিও অনেকেই মনে করছেন, বিরাট কোহলির এই টুইট আসলে বিজ্ঞাপনী চমক। নতুন কোনও প্রোডাক্ট-এর জন্যই তিনি এমন টুইট করেছেন।
আরও পড়ুন- 'ওকে একটা থাপ্পড় মারতে চাই', ঋষভ পন্থকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য কপিল দেবের
advertisement
স্মার্টফোন ছাড়া এখন আমাদের একটা দিনও হয়তো কাটানো কঠিন। গোটা দুনিয়াটাই যেন এখন স্মার্টফোনে বন্দি! এমন পরিস্থিতিতে কোহলি ফোন হারিয়ে ফেললে তা সত্যিই চিন্তার বিষয়।
বৃহস্পতিবারই থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে ফোন হারিয়ে কোহলির মন খারাপ। এমন পরিস্থিতিতে বিরাটের মন ভাল করার চেষ্টা করল জোম্যাটো। আর সেটা করতে গিয়ে তাঁরা অনুষ্কা শর্মাকে টেনে মশকরাও করল।
কোহলির টুইটের জবাবে জোম্যাটো লিখল, “আপনি নিসঙ্কোচে ভাবির (অনুষ্কা শর্মা) স্মার্টফোন থেকে আইসক্রিম অর্ডার করতে পারেন। সেটা আপনার মনের কষ্ট কমাতে পারে কিছুটা।”
আইসক্রিম খেয়ে কোহলির মন খারাপ কমতে পারে। তাই তাঁকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি মজার ছলে নিজেদের প্রচার সেরে ফেলল জোম্যাটো। তাদের এই টুইট দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- দ্রাবিড়ের নির্দেশ, নাগপুরে প্রথম থেকেই ঘূর্ণিঝড়ের সামনে পড়বে অস্ট্রেলিয়া
এসবের মাঝে এখনও জানা যায়নি, কোহলি তাঁর ফোন খুঁজে পেয়েছেন কিনা! তবে ব্যাপারটা নেহাত বিজ্ঞাপনী চমক হলে বিরাট কোহলি হয়তো নিজেই সেটা ফের টুইট করে জানাবেন!