TRENDING:

দামি জিনিস হারিয়েছে বিরাট কোহলির! স্বান্তনা দিতে 'ভাবী'কে নিয়ে মশকরা জোম্যাটোর!

Last Updated:

Zomato response to virat kohli: বিরাট কোহলির মন খারাপ কমতে পারে কীসে, জানাল জোম্যাটো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিরাট কোহলি ফোন হারিয়ে ফেলেছেন! আর সে কথা তিনি জানালেন টুইট করে। সব থেকে অবাক করা কাণ্ড, বিরাট কোহলি ফোন আনবক্সিং করার আগেই হারিয়ে ফেলেছেন।
২০২২ সালে বিরাট কোহলি ২৫৬.৫২ কোটি টাকা উপার্জন করেছেন। ক্রিকেট, এনডোর্সমেন্ট সব মিলিয়ে। যা কি না রেকর্ড।
২০২২ সালে বিরাট কোহলি ২৫৬.৫২ কোটি টাকা উপার্জন করেছেন। ক্রিকেট, এনডোর্সমেন্ট সব মিলিয়ে। যা কি না রেকর্ড।
advertisement

বিরাট টুইট করে লিখেছেন, আনবক্সিং-এর আগেই ফোন হারিয়ে ফেললাম। এর থেকে দুঃখের আর কী হতে পারে! কেউ কি আমার ফোনটা দেখেছেন? যদিও অনেকেই মনে করছেন, বিরাট কোহলির এই টুইট আসলে বিজ্ঞাপনী চমক। নতুন কোনও প্রোডাক্ট-এর জন্যই তিনি এমন টুইট করেছেন।

আরও পড়ুন- 'ওকে একটা থাপ্পড় মারতে চাই', ঋষভ পন্থকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য কপিল দেবের

advertisement

স্মার্টফোন ছাড়া এখন আমাদের একটা দিনও হয়তো কাটানো কঠিন। গোটা দুনিয়াটাই যেন এখন স্মার্টফোনে বন্দি! এমন পরিস্থিতিতে কোহলি ফোন হারিয়ে ফেললে তা সত্যিই চিন্তার বিষয়।

বৃহস্পতিবারই থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে ফোন হারিয়ে কোহলির মন খারাপ। এমন পরিস্থিতিতে বিরাটের মন ভাল করার চেষ্টা করল জোম্যাটো। আর সেটা করতে গিয়ে তাঁরা অনুষ্কা শর্মাকে টেনে মশকরাও করল।

advertisement

কোহলির টুইটের জবাবে জোম্যাটো লিখল, “আপনি নিসঙ্কোচে ভাবির (অনুষ্কা শর্মা) স্মার্টফোন থেকে আইসক্রিম অর্ডার করতে পারেন। সেটা আপনার মনের কষ্ট কমাতে পারে কিছুটা।”

আইসক্রিম খেয়ে কোহলির মন খারাপ কমতে পারে। তাই তাঁকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি মজার ছলে নিজেদের প্রচার সেরে ফেলল জোম্যাটো। তাদের এই টুইট দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

advertisement

আরও পড়ুন- দ্রাবিড়ের নির্দেশ, নাগপুরে প্রথম থেকেই ঘূর্ণিঝড়ের সামনে পড়বে অস্ট্রেলিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এসবের মাঝে এখনও জানা যায়নি, কোহলি তাঁর ফোন খুঁজে পেয়েছেন কিনা! তবে ব্যাপারটা নেহাত বিজ্ঞাপনী চমক হলে বিরাট কোহলি হয়তো নিজেই সেটা ফের টুইট করে জানাবেন!

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
দামি জিনিস হারিয়েছে বিরাট কোহলির! স্বান্তনা দিতে 'ভাবী'কে নিয়ে মশকরা জোম্যাটোর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল