গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ। তিনি এখন চিকিৎসাধীন। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দল সাজাতে হিমিশম খেয়েছে টিম ম্যানেজমেন্ট। এখনও প্রায় ৬ মাস সময় লাগবে পন্থের সেরে উঠতে।
2/ 6
আগামীকাল থেকে ভারত- অস্ট্রেলিয়া ৪ ম্যাচের সিরিজ শুরু হবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য এই সিরিজ ভারতীয় দলের কাছে খুব গুরুত্বপূর্ণ।
3/ 6
নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন পন্থ। তখনই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পন্থ চোট পাওয়ায় ভারতীয় দল এখন উইকেটকিপারের অভাবে ভুগছে।
4/ 6
এবার কপিল দেব ভয়ঙ্কর মন্তব্য করলেন পন্থকে নিয়ে। তিনি পন্থকে একটি থাপ্পড় মারতে চান বলে জানিয়েছেন।
5/ 6
কপিল দেব বলেছেন, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সেটাই আমি চাই। ওকে আমি খুব ভালবাসি। আর তাই ও সুস্থ হলে ওকে গিয়ে একটা থাপ্পড় মারতে চাই। এখনকার বাচ্চারা এমন সব ভুল করে যে কী বলব!
6/ 6
কপিল দেব আরও বলেন, ও চোট পেয়ে শুয়ে আছে। ভারতীয় দলের পুরো কম্বিনেশন বদলে ফেলতে হয়েছে ওর জন্য। ও তাড়াতাড়ি সুস্থ হলে সব আগের মতো হয়ে যাবে।
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ। তিনি এখন চিকিৎসাধীন। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দল সাজাতে হিমিশম খেয়েছে টিম ম্যানেজমেন্ট। এখনও প্রায় ৬ মাস সময় লাগবে পন্থের সেরে উঠতে।
কপিল দেব বলেছেন, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সেটাই আমি চাই। ওকে আমি খুব ভালবাসি। আর তাই ও সুস্থ হলে ওকে গিয়ে একটা থাপ্পড় মারতে চাই। এখনকার বাচ্চারা এমন সব ভুল করে যে কী বলব!