মেসি এবং নেইমারকে পছন্দ করলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিরাট কোহলির এক নম্বর তারকা ফুটবলার। রোনাল্ডোর বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জল ফেলেছেন কোটি কোটি সমর্থক। তাদের মধ্যে বিরাট কোহলিও একজন। ভারতের তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছেড়েছেন।
বিরাট কোহলি লিখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ থেকে বিদায় আমি মর্মাহত। ট্রফি এবং সাফল্য দিয়ে রোনাল্ডোকে মাপতে যাওয়া ঠিক হবে না। ফুটবল খেলার জন্য তার অবদান এবং সারা পৃথিবীর মানুষের মনে তার জায়গা করা কিছু দিয়ে বোঝার যন্ত্র নেই। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ঈশ্বরের উপহার। আধুনিক ফুটবলের আইকন। আমার হিরো।
রোনাল্ডো ক্লাব অথবা দেশের হয়ে যখনই মাঠে নেমেছে নিজের সবকিছু দিয়েছে। জীবনের শেষ দিকেও মনে হয়নি কোনও ম্যাচ হালকা করে নিয়েছে। এটাই রোনাল্ডো ম্যাজিক। ফুটবলার হিসেবে যেমন দক্ষ, তেমনই পরিশ্রম, মনের জোর এবং লড়াই করার মানসিকতায় আমার মত ক্রীড়া ব্যক্তিত্বদের কাছে রোনাল্ডোর অনুভূতি মৃত্যু পর্যন্ত থেকে যাবে।
তুমি আমার কাছে ফুটবলের সর্বকালের সেরা। এরপর একটি মুকুট এবং গোটের ইমোজি দিয়েছেন কোহলি। এর আগেও বিরাট কোহলি বহুবার জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সোশ্যাল মিডিয়া সব সময় লক্ষ রাখেন তিনি। তার জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করেন। এমনকি বিরাট কোহলিকে এক সময় ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো।