মহারাষ্ট্রের আলিবাগে পাঁচ একর জমি কিনলেন তাঁরা। যার দাম ৩৭.৮৬ কোটি টাকা। আর তাতেই গুঞ্জন, তবে কি দেশে পাকাপাকি বসবাসের কথা ভাবছেন বিরাট-অনুষ্কা? জানা গিয়েছে, রায়গড় জেলার জিরাদ গ্রামে ৫.১৯ একরেরও বেশি পরিমাণে জমি কিনেছেন বিরুষ্কা। এটি এখানে তাঁদের দ্বিতীয় জমি।
আরও পড়ুন: ধোনির এ কী হাল? সলমানের ফার্মহাউজে এপি-র সঙ্গে ‘ভাঙলেন’ ৪৬ লাখের গাড়ি? কাদামাখা ছবি ভাইরাল
advertisement
রিপোর্টে প্রকাশ, ১৩ জানুয়ারি বিরাট ও অনুষ্কা জমির রেজিস্ট্রি করান। মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে আবাস বিচের কাছে অবস্থিত জ়িরাদ গ্রামে সোনালি অমিত রাজপুতের কাছ থেকে এই জমি কেনেন তাঁরা। এর জন্য ২.২৭ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে ৩০ হাজার টাকার।
আরও পড়ুন: ‘বাবার অনেক ধার স্যার…’, অক্ষয়ের পা জড়িয়ে যুবতীর কাতর আর্জি! তারপর? দেখুন ভাইরাল ভিডিও
ক্রিকেটারদের মধ্যে শুধু বিরাট কোহলি একা নন। রোহিত শর্মা, রবি শাস্ত্রী, সচিন, অজিত আগরকররা আলিবাগে জমি কিনেছেন। এর পাশাপাশি বলিউডের তারকাদেরও বিনিয়োগ রয়েছে এখানে। কার্তিক আরিয়ান, অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের সম্পত্তি রয়েছে এই আলিবাগে।
