MS Dhoni Salman Khan: ধোনির এ কী হাল? সলমানের ফার্মহাউজে এপি-র সঙ্গে 'ভাঙলেন' ৪৬ লাখের গাড়ি? কাদামাখা ছবি ভাইরাল

Last Updated:
MS Dhoni Salman Khan: মহারাষ্ট্রের পানভেলে সলমান খানের ফার্মহাউজে ছুটি কাটাতে গিয়েছেন ধোনি-ঢিল্লোঁ-সহ আরও অনেকেই। আর সেখানেই এমন কাণ্ড? দেখুন ছবি
1/7
একসঙ্গে অফ রোডিং গাড়ির অ্যাডভেঞ্চারে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি, সলমান খান ও গায়ক এ পি ঢিল্লোঁ।
একসঙ্গে অফ রোডিং গাড়ির অ্যাডভেঞ্চারে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি, সলমান খান ও গায়ক এ পি ঢিল্লোঁ।
advertisement
2/7
মহারাষ্ট্রের পানভেলে সলমান খানের ফার্মহাউজে ছুটি কাটাতে গিয়েছেন ধোনি-ঢিল্লোঁ-সহ আরও অনেকেই।
মহারাষ্ট্রের পানভেলে সলমান খানের ফার্মহাউজে ছুটি কাটাতে গিয়েছেন ধোনি-ঢিল্লোঁ-সহ আরও অনেকেই।
advertisement
3/7
সেখানেই ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালানোর অ্যাডভেঞ্চারে নেমেছেন ধোনি, সলমান, এপি। সেই গাড়ি চালিয়ে কাদা মাখা অবস্থায় ছবিও শেয়ার করেছেন তাঁরা।
সেখানেই ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালানোর অ্যাডভেঞ্চারে নেমেছেন ধোনি, সলমান, এপি। সেই গাড়ি চালিয়ে কাদা মাখা অবস্থায় ছবিও শেয়ার করেছেন তাঁরা।
advertisement
4/7
১৫০ একর জায়গা জুড়ে রয়েছে সলমানের সেই খামারবাড়ি।
১৫০ একর জায়গা জুড়ে রয়েছে সলমানের সেই খামারবাড়ি।
advertisement
5/7
সলমানের এই বাড়িতে সময় কাটানোর সব রকম উপকরণ হাজির। পাহাড়ি পাকদণ্ডীতে সাইকেল চালানো থেকে শুরু করে সবুজ মাঠে ঘোড়া ছোটানো, কিংবা ডার্ট বাইক, অথবা বড় বড় ব্যাটারিচালিত গাড়ি। ইচ্ছেমতো বাহন বেছে নিলেই হল।
সলমানের এই বাড়িতে সময় কাটানোর সব রকম উপকরণ হাজির। পাহাড়ি পাকদণ্ডীতে সাইকেল চালানো থেকে শুরু করে সবুজ মাঠে ঘোড়া ছোটানো, কিংবা ডার্ট বাইক, অথবা বড় বড় ব্যাটারিচালিত গাড়ি। ইচ্ছেমতো বাহন বেছে নিলেই হল।
advertisement
6/7
শহুরে মানুষের স্বাদবদলের জন্য আছে ট্রাক্টর এবং জিপ। যাঁর যেমন পছন্দ, সে রকম গাড়ি বেছে নিতে পারবেন।
শহুরে মানুষের স্বাদবদলের জন্য আছে ট্রাক্টর এবং জিপ। যাঁর যেমন পছন্দ, সে রকম গাড়ি বেছে নিতে পারবেন।
advertisement
7/7
প্রায় ৪৬ লক্ষ টাকা দামের গাড়ি তিনজনে মিলে কাদায় চালিয়ে প্রায় ভেঙেচুরে শেষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনি, সলমান ও এপির কাদামাখা ছবিগুলি।
প্রায় ৪৬ লক্ষ টাকা দামের গাড়ি তিনজনে মিলে কাদায় চালিয়ে প্রায় ভেঙেচুরে শেষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনি, সলমান ও এপির কাদামাখা ছবিগুলি।
advertisement
advertisement
advertisement