অস্ট্রেলিয়ায় সফররত ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা অস্ট্রেলিয়ার একটি হোটেলের সামনে এক পাকিস্তান ভক্তের জার্সিতে স্বাক্ষর করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। দলীয় হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তের আবেদনে এই দুই তারকা ক্রিকেটার যেভাবে সাড়া দিয়েছেন, তা আবারও প্রমাণ করে যে দেশেরই হোক না কেন, ভক্তদের প্রতি ভালোবাসা ও সম্মান কতটা গভীর।
advertisement
ঘটনার সময় বিরাট কোহলি প্রথমে ওই ভক্ত, সাহিলের হাতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ভারতীয় দলের জার্সিতে স্বাক্ষর করেন। এরপর রোহিত শর্মা, যিনি তখন টিম বাসে ছিলেন, ভক্তের ইশারায় বাস থেকে নেমে এসে তার জার্সিতে অটোগ্রাফ দেন। সাহিলের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় কোহলি-রোহিতকে। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
ভক্ত সাহিল এই ঘটনার পর বলেন, “কোহলির সঙ্গে আবার দেখা হওয়া দারুণ ছিল। তিনি অত্যন্ত বিনয়ী। রোহিত ভাই তো বাসে ছিলেন, আমি শুধু ইশারা করেছিলাম। কিন্তু তিনিও নামলেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।” সাহিলের মতো অসংখ্য ভক্ত এই দুই কিংবদন্তির এমন মানবিক আচরণে মুগ্ধ।
আরও পড়ুনঃ IND vs AUS: অনুশীলনে মুখোমুখি রোহিত-গম্ভীর, উত্তপ্ত বাক্য বিনিময় না অন্য কিছু? তুমুল ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার আট ম্যাচের সীমিত ওভারের সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, পার্থ স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজে নজর থাকবে কোহলি ও রোহিতের দিকে, কারণ তারা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। সিরিজটি শেষ হবে ৮ই নভেম্বর।