TRENDING:

IPL 2026 Auction: নতুন করে দল গোছাবে মুম্বই, নিলামের আগে ৫ জন সম্ভাব্য বাদের খাতায়, রইল তালিকা

Last Updated:

Mumbai Indians May Release These 5 Players Ahead Of IPL 2026 Auctions: আইপিএল ২০২৬ মরশুমের নিলামের আগে নতুন করে পরিকল্পনা তৈরি শুরু করে দিয়েছে মুম্বই। কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হতে পারে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন বিগত কয়েক মরশুমের ব্যর্থতা কাটিয়ে ২০২৫ সালে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল। শেষ চারে থাকলেও এলিমিনেটর ম্যাচে গুজরাত টাইটান্সকে হারালেও, দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের কাছে হেরে বিদায় নিয়েছিল এমআই। এবার আইপিএল ২০২৬ মরশুমের নিলামের আগে নতুন করে পরিকল্পনা তৈরি শুরু করে দিয়েছে মুম্বই ম্যানেজমেন্ট। নতুন খেলোয়াড়দের জায়গা দিতে এবং নিলামে ফান্ড জোগাড় করতে কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হতে পারে। নিচে সেই সম্ভাব্য তালিকা তুলে ধরা হলো—
(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
advertisement

১. দীপক চাহার: ২০২৫ সালের মেগা নিলামে ৯.২৫ কোটি টাকায় কেনা হয়েছিল দীপক চাহারকে। তবে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। ১৪ ম্যাচে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ছিল ৯.১৭, যা মাঝারি মানের বলে বিবেচিত। ব্যাট হাতে মাত্র ৩৭ রান করেছিলেন। অনেক টাকার চুক্তি বিবেচনায় তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

advertisement

২. মুজিব উর রহমান: আফগানিস্তানের এই স্পিনারকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নেয় ইনজুরিতে ছিটকে যাওয়া আল্লাহ গজনফারের বিকল্প হিসেবে। তবে মুজিব মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান, যেখানে ২ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নেন। সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করতে না পারায় তাকে রিলিজ লিস্টে দেখা যেতে পারে।

৩. রিস টপলি: ইংলিশ পেসার রিস টপলিকে মাত্র ৭৫ লাখ টাকায় দলে নেওয়া হলেও তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। একটিমাত্র ম্যাচে বল হাতে কোনো সাফল্য পাননি এবং ৩ ওভারে ৪০ রান দেন। দলের পেস আক্রমণে স্থায়ী প্রভাব ফেলতে ব্যর্থ হওয়ায় তার দলে থাকা অনিশ্চিত।

advertisement

৪. রবিন মিন্‌জ: তরুণ উইকেটকিপার-ব্যাটার রবিন মিন্‌জকে গত মরশুমে ৬৫ লাখ টাকায় দলে নেওয়া হয়েছিল। দুই ম্যাচ খেলে তিনি মাত্র ৬ রান করতে সক্ষম হন (প্রতি ম্যাচে ৩ রান করে)। দলে অভিজ্ঞ ব্যাটসম্যানদের ভিড়ে তার সুযোগ সীমিত ছিল, এবং ব্যাটিংয়ে প্রভাব ফেলতে না পারায় তিনি বাদ পড়তে পারেন।

৫. কর্ণ শর্মা: অভিজ্ঞ লেগস্পিনার কর্ণ শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ছয় ম্যাচে ৭ উইকেট নিলেও নিয়মিত একাদশে জায়গা পেতে পারেননি। যদিও তার পারফরম্যান্স খারাপ নয়, তবে বয়স ও দলে নতুন স্পিন বিকল্প খোঁজার প্রবণতার কারণে তাকেও ছেড়ে দেওয়া হতে পারে।

advertisement

আরও পড়ুনঃ KKR News: একসঙ্গে বাদ ১০ জন! নিলামের আগে বড় চমক দেবে কেকেআর? তালিকায় একের পর এক তারকা!

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

মুম্বই ইন্ডিয়ান্স আগামী মরশুমে নবীন ও প্রভাবশালী ক্রিকেটারদের নিয়ে আরও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠনের চেষ্টা করছে। চাহার, মুজিব, টপলি, মিন্‌জ এবং কর্ণ শর্মার মতো খেলোয়াড়দের রিলিজ করে তারা নতুন রণকৌশলে দল সাজাতে পারে। ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন পূরণে এটি হতে পারে দলের নতুন সূচনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 Auction: নতুন করে দল গোছাবে মুম্বই, নিলামের আগে ৫ জন সম্ভাব্য বাদের খাতায়, রইল তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল