কী ঘটেছে আসলে? ১৫ বছরের টেনিস খেলোয়াড় কৌউয়ামে আনক্রাহকে ম্যাচ হেরে যাওয়ার পরই চড় মারেন। সেন্টার কোর্টে সেই ম্যাচ চলছিল। ম্যাচের শেষে নিয়মমাফিক হাত মেলানোর জন্য নেটের দিকে এগিয়ে যান দুই খেলোয়াড়। সেখানেই আচমকা প্রতিপক্ষ রাফেল নি আনক্রাহকে চড় মারেন আরেক টেনিস খেলোয়াড় মাইকেল কোউয়ামে।
আরও পড়ুন: রেল বিদ্যালয়ে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ, জানুন বিশদে
advertisement
আরও পড়ুন: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে হইচই টিটাগড়ে!
দর্শকাসন থেকে স্বাভাবিক ভাবেই ম্যাচের ভিডিও করছিলেন অনেকে। উঠতি টেনিস খেলোয়াড়দের অনেক ভক্তও হাজির হয়েছিলেন ম্যাচ দেখতে। সেখানেই এমন অনভিপ্রেত ঘটনা দেখে চমকে ওঠেন সকলে। দর্শকের মোবাইলে ভিডিও করা সেই মুহূর্ত নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবং নজর কাড়ে গোটা বিশ্বের টেনিসপ্রেমীদের। ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
জানা গিয়েছে, ফ্রান্সের টেনিস খেলোয়াড় মাইকেল কোউয়ামে এই টুর্নামেন্টের টপ সিড খেলোয়াড় ছিলেন। ম্যাচের ওপেনিং সেটেই প্রতিপক্ষের কাছে হেরে যান তিনি। দ্বিতীয় সেট তিনি জেতেন তবে সেটি টাই ব্রেকার পর্যন্ত যায়। খুবই প্রতিযোগিতার মাধ্যমে সেই টাই ব্রেকার জেতেন মাইকেল কোউয়ামে। তবে শেষ পর্যন্ত তিনি হেরে যান। এর পরেই ঘানার খেলোয়াড় রাফেল নি আনক্রাহকে চড় কষান কোউয়ামে।