#নয়াদিল্লি: সম্প্রতি ওয়েস্টার্ন রেলওয়ের (Western Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টিজিটি (প্রশিক্ষিত স্নাতক শিক্ষক), অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাথমিক শিক্ষক) এবং কম্পিউটার সায়েন্সের শিক্ষক সহ বিভিন্ন পদে নিয়োগের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই খোঁজ করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ওয়েস্টার্নরেলওয়ের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Western Railway Recruitment 2022: আবেদনের তারিখ আগ্রহী এবং যোগ্য শিক্ষকরা রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি মাধ্যম), বলসড়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন। নির্বাচিত শিক্ষকদের পার্ট-টাইম হিসাবে নিয়োগ করা হবে। ইন্টারভিউ তারিখ – ১২ এপ্রিল, ২০২২ সময়- সকাল ৯টা স্থান- প্রিন্সিপাল, রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি মাধ্যম) বলসড়, (ওয়েস্ট ইয়ার্ড রেলওয়ে কলোনি) এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে বিপুল নিয়োগ, আবেদনের শেষ দিন চলে এল!
Western Railway Recruitment 2022: শূন্যপদের বিবরণ প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি পদ রয়েছে বলে জানানো হয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক হিন্দি – ১টি পদ ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (ম্যাথমেটিক্স)-পিসিএম - ১টি পদ ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (সায়েন্স)-PCB - ১টি পদ ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (সংস্কৃত)-১টি পদ ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (সোশ্যাল সায়েন্স) - ১টি পদ ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (ফিজিক্যাল এবং হেলথ এডুকেশন) - ১টি পদ কম্পিউটার সায়েন্স - ১টি পদ অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাথমিক শিক্ষক) - ৪টি পদ
আরও পড়ুন: মেগা রিক্রুটমেন্ট, পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির দারুণ সুযোগ! জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ওয়েস্টার্ন রেলওয়ে (Western Railway) |
পদের নাম: | টিজিটি (প্রশিক্ষিত স্নাতক শিক্ষক), অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাথমিক শিক্ষক) এবং কম্পিউটার সায়েন্স |
শূন্যপদের সংখ্যা: | ১১ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | TGT সব বিষয় – মাসিক ২৬২৫০ টাকা, সহকারী শিক্ষক (প্রাথমিক শিক্ষক) – মাসিক ২১২৫০ টাকা |
আবেদন পদ্ধতি: | নেই |
ইন্টারভিউয়ের তারিখ: ১২.০৪.২০২২
Western Railway Recruitment 2022: বেতন TGT সব বিষয় – মাসিক ২৬২৫০ টাকা সহকারী শিক্ষক (প্রাথমিক শিক্ষক) – মাসিক ২১২৫০ টাকা
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা ১২ এপ্রিল ২০২২ তারিখে সকাল ৯টায় প্রিন্সিপাল, রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি মাধ্যম) বলসড়ে (ওয়েস্ট ইয়ার্ড রেলওয়ে কলোনি) ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Job, Job News