TRENDING:

Viral Video: বউ নাতাশা ছেলেকে নিয়ে চলে গেছে বাপের বাড়িতে, ডিভোর্সের পর ছেলের জন্মদিনে ভিডিও পোস্ট হার্দিকের, মুহূর্তেই ভাইরাল

Last Updated:

Ind vs SL: ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে মঙ্গলবার টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ৷ ছেলের জন্মদিনে আবেগে ভাসলেন একলা বাবা হার্দিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলম্বো: ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের জন্য এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন হার্দিক পান্ডিয়া৷ তবে এদিনটা যে ভারী বিশেষ৷  তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ছোট্ট ছেলে অগস্ত্যের জন্মদিন আজ অর্থাৎ ৩০ জুলাই ৷
আজ হার্দিক পান্ডিয়ার ছেলের জন্মদিন
আজ হার্দিক পান্ডিয়ার ছেলের জন্মদিন
advertisement

অগস্ত্য বর্তমানে তাঁর মা নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সার্বিয়ায় রয়েছেন। স্বামী হার্দিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগেই ছেলের সঙ্গে সার্বিয়া গিয়েছিলেন নাতাশা। সম্প্রতি তাঁকে ছেলেকে সঙ্গে একটি অ্যামিউজমেন্ট পার্কে  ঘুরতে দেখা গিয়েছিল। সেখানে তাঁকে তাঁর ছেলের সঙ্গে খুব হাসিখুশি মেজাজে দেখা গিয়েছিল৷ ছবি শেয়ার করার সময় ক্যাপশনে হার্ট ইমোজি বানিয়েছিলেন নাতাশা।

advertisement

ছেলে দূরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আসা নাতাশা ও অগ্যস্তের এই প্রথম ফটোতে হার্দিকও হার্ট ইমোজি দিয়ে তাঁর ভালবাসা দেখিয়েছিলেন। তাঁর এই কমেন্টটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল৷  তবে এটি দেখিয়েছিল যে তাঁর ছেলের প্রতি ভালবাসা কতটা গভীর।

মঙ্গলবার নিজের ছেলের জন্মদিন উপলক্ষ্যে হার্দিক তাঁর ছেলের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলির একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে হার্দিক তাঁর ছেলেকে নানা রকমের মজার জিনিস  শেখাতে ব্যস্ত।

advertisement

দেখুন সেই ভাইরাল ভিডিও

—- Polls module would be displayed here —-

নিজের ভিডিওতে ক্যাপশনে লেখা রয়েছে

‘You keep me going every single day! Happy birthday to my partner in crime, my whole heart, my Agu , Love you beyond words’- ‘অর্থাৎ প্রতিটা দিন কাটাতে তুমি আমায় সাহায্য করো! আমার পার্টনার ইন ক্রাইম হ্যাপি বার্থডে, আমার পুরো হৃদয়, আমার আগু, শব্দে বর্ণনা করা যায় না তার চেয়েও বেশি তোমায় ভালবাসি৷’

advertisement

আরও পড়ুন – KFC Style Fried Chicken: একেই বলে ইয়ামি! সস্তা এবং টেস্টি চিকেন খেতে এই রাস্তায় জবরদস্ত ভিড়, কেএফসির চিকেনও মানছে হার

তিনি তাঁর ছেলের সঙ্গে কী বিশেষ বন্ধন ভাগ করেন এই ভিডিও দেখে তারই ছোঁওয়া পাওয়া যাচ্ছে৷ এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর ফ্যানরা।

একজন মন্তব্য করেছেন, ‘আমি বুঝতে পারছি হার্দিককে আজ কেমন লাগছে।’ একজন লিখেছেন, ‘ছোটু পান্ডিয়াকে জন্মদিনের শুভেচ্ছা।’ একজন লিখেছেন, ‘পুরুষরা কখনোই ছেড়ে বেরোতে পারে না। হার্দিকের সঙ্গে তা ফের প্রমাণ হল।’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উল্লেখ্য, অনেক দিন ধরেই হার্দিক ও নাতাশার বনিবনা হচ্ছে না খবর শোনা যাচ্ছিল। যদিও টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেও নাতাশা দলের জয় নিয়ে কোনও পোস্টও করেননি। এটার পর হার্দিক -নাতাশার সম্পর্কে সবকিছু ভাল নেই আরও বেশি করে বোঝা যেতে শুরু করে৷ এরপর নাতাশা এই দেশ ছেড়ে ছেলেকে নিয়ে নিজের মায়ের কাছে চলে যান এরপরেই দুই পক্ষ জানিয়ে দেন তাঁরা ডিভোর্সের পথই বেছে নিয়েছেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: বউ নাতাশা ছেলেকে নিয়ে চলে গেছে বাপের বাড়িতে, ডিভোর্সের পর ছেলের জন্মদিনে ভিডিও পোস্ট হার্দিকের, মুহূর্তেই ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল