TRENDING:

Viral Video: মাঠেই খেলেন চুমু! কেসটা কি পোলার্ড ও ব্র্যাভোর

Last Updated:

দেখুন চুমু খাওয়ার ভাইরাল ভিডিও (Viral Video)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইপিএল ২০২২ এ ৩৩ তম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের  (CSK vs MI) মধ্যে খেলা হয়েছিল৷ এই ম্যাচে চেন্নাই রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ৪ রানে জয় পায়৷ দলকে জয় এনে দেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)৷ ধোনির চারে ভর দিয়েই শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ একবার ফের  শুধু মুম্বই ইন্ডিয়ান্সকে হতাশা নিয়েই ফিরতে হয়৷ এই নিয়ে আইপিএল ২০২২ এ লাগাতার ৭ ম্যাচে হার হল৷ আইপিএলের ইতিহাসে এর আগে কোনও দল এই রকমের নক্কারজনক ফল করেনি৷ আর এক অনভিপ্রেত রেকর্ড তৈরি হয়ে গেল৷
Kierron Pollard kisses Dwayen Bravo during IPL 2022 match - (IPL Instagram)
Kierron Pollard kisses Dwayen Bravo during IPL 2022 match - (IPL Instagram)
advertisement

এই ম্যাচ চলাকালীন দুই দল শানদার ক্রিকেট খেলে এবং খেলার ভাবনার পরিচয় দেন৷  এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল ডয়েন ব্র্যাভোর ওভারে৷ তখন স্ট্রাইকে ছিলেন কায়রন পোলার্ড৷ আসলে পোলার্ড ব্র্যাভোকে এক বলে ডিফেন্সিভ শট খেলেন৷ বল সোজা ডয়েন ব্র্যাভোর কাছে যায়৷ তিনি দ্রুত পোলার্ডের দিকে বল ছুঁড়ে মারেন৷ বল যখনই পোলার্ডের দিকে যায় তখনই তিনি ব্যাট চালান৷ ব্যাট ওঁর বলে লাগেনি৷ এরপর পোলার্ড দৌড়ে ব্র্যাভো অবধি আসেন৷ তারপর তাঁর মাথায় চুমু খান৷ উল্লেখ্য পোলার্ড ও ব্র্যাভো বহু বছর একসঙ্গে ওয়েস্টইন্ডিজের জার্সিতে খেলেছেন৷ তাই তাঁদের দুজনের গভীর বন্ধুত্ব৷

advertisement

আরও পড়ুন - Surya Grahan 2022: ‘এই রাশিতে’ এবারের সূর্যগ্রহণ ভুলেও দেখবেন না জাতক-জাতিকার, মেনে চলুন প্রতিকারের উপায়

চেন্নাই ও মুম্বইয়ের মধ্যে টক্কর হয় তখনই এই দুজনের মধ্যে খুনসুটি দেখা যায়৷ এই ম্যাচের আগেও ব্র্যাভোও ময়দানে পোলার্ডের পা ছুঁয়ে প্রণাম করেন৷ ফ্যানরা এই আন্দাজের প্রশংসা করেন৷

advertisement

দেখুন চুমু খাওয়ার ভাইরাল ভিডিও (Viral Video)

ধোনি শেষ বলে সিএসকেকে জয় এনে দেন

আরও পড়ুন - Akshaya Tritiya: কেন অক্ষয় তৃতীয়ায় কেনা হয় সোনা-রুপো, জানুন কেনাকাটার শুভ মুহূর্ত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

এই ম্যাচে পোলার্ডের ব্যাট কোনও জাদু দেখাতে পারেনি৷ তিনি ৯ বলে ১৪ রান করে আউট হয়ে যান৷ যদিও তাঁর ইনিংসে তিনি একটি ছয় এবং একটি চার মেরেছিলেন৷ কায়রন পোলার্ডকে মহিশা তীক্ষণের বলে শিভম দুবে ক্যাচ আউট হয়ে যান৷ এই অবস্থায় মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে৷ এই অবস্থায় চেন্নাই সুপার কিংস শেষ ৬ বলে জয়ের জন্য ১৭ রান করার দরকার ছিষ ধোনি জয়দেব উনদকটের শেষ ওভারে ১ টি ছয় ও ২ টি চার মারেন৷ তাঁর চওড়া শটেই চেন্নাই সুপার কিংস ম্যাচে জয় পায়৷ ধোনি ১৩ বলে ২৮ রানের ইনিংস খেলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: মাঠেই খেলেন চুমু! কেসটা কি পোলার্ড ও ব্র্যাভোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল