স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ ঢাকা (Minister Group Dhaka) দলের ক্রিকেটাররা নিয়মমাফিক অনুশীলন সারছিলেন চট্টগ্রামের এমএ অজিজ স্টেডিয়ামে৷ মাঠে৷ সেখানে হাজির ছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell), তামিম ইকবাল (Tamim Iqbal), মশরাফি মুর্তাজা অনুশীলন করেছিলেন৷ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ি , হেলিকপ্টার রবিবার দুপুর ১ টা নাগাদ স্টেডিয়ামে নেমে পড়ে (Helicopter in Cricket stadium)৷ সেখানে অনুশীলন চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের মিনিস্টার গ্রুপ ঢাকা-র৷ ল্যান্ডিংয়ের আওয়াজে সকলে ভীষণ ঘাবড়ে যান৷ মাঠের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়৷ এই খবর এখন ভাইরাল নিউজ (Viral News)৷
advertisement
আরও পড়ুন - West Medinipur News: হনুমানের মৃত্যুতে মাথা ন্যাড়া, পুরোহিত ও নাপিত ডেকে শ্রাদ্ধ
স্টেডিয়ামে হেলিকপ্টার নামতে শুরু হয়ে (Helicopter in Cricket stadium) যায় দৌড়াদৌড়ি
এমন তথ্য সামনে এসেছে হেলিকপ্টারটির ব্যবহার এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে হচ্ছিল৷ প্রচণ্ড অসুস্থ এক ব্যক্তিকে এয়ারলিফট করানোর জন্য আপৎকালীন তৎপরতায় স্টেডিয়ামের মধ্যে হেলিকপ্টারের ল্যান্ডিং হয়৷ এর জন্য ডিস্ট্রিক্ট কমিশনারের অনুমতি দেওয়া হয়৷ পাশাপাশি জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশন এই বিষয়ে জানত৷ তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) বা বিপিএলের আয়োজক বা মিনিস্টার গ্রুপ অফ ঢাকা এই বিষয়ে খবর পায়নি৷ প্রথমে হেলিকপ্টার পূর্ব দিকে নামার কথা ছিল, কিন্তু পরে সেটা পশ্চিমদিকে নামে৷ সেখানে ক্রিকেটাররা আগে অনুশীলন করছিলেন৷
আরও পড়ুন- Extramarital Affair: দু' বছর ধরে বৌদির সঙ্গে প্রেম, হঠাৎই মুখ ঘোরাল বৌদি, তারপর
চট্টগ্রামের ডিএসএ জেনের সেক্রেটারি শহাবুদ্দিন শমিম পরে বললেন , ‘‘হেলকপ্টার মানবিক কারণে নামার অনুমতি (Helicopter in Cricket stadium) পেয়েছিল৷ আমাদের এই বিষয়ে আগে থেকে জানা ছিল৷ আমরা ক্রিকেট বোর্ড এবং ঢাকা দলকে জানিয়েছিলাম৷ ল্যান্ডিং পূর্বদিকে হওয়ার কথা ছিল৷ কিন্তু পশ্চিমদিকে নামে৷ যেখানে আগে থেকে ক্রিকেটাররা অনুশীলন করছিলেন৷ এই জন্যে সকলে ভয় পেয়ে যায়৷’’