এবার ধীরে ধীরে সুস্থতার পথে বিনোদ কাম্বলি। শুধু তাই নয় নতুন বছরের আগে হাসপাতালে অন্য মেজাজে পাওয়া গেল প্রাক্তন বাঁ হাতি ব্যাটারকে। নতুন বছরকে স্বাগত জানাতে হাসপাতালে নাচতে-গাইতে দেখা গেল কাম্বলিকে। এর আগে থানের হাসপাতালের বিছানায় শুয়ে গান গাইতে শোনা গিয়েছিল তাঁকে। এবার বেড থেকে উঠে রীতিমতো নাচলেন তিনি। সঙ্গে গাইলেন ‘চক দে ইন্ডিয়া’।
advertisement
সোমবার হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল বিনোদ কাম্বলির শারীরিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে তেমন কোনও আর ভয়ের কারণ নেই তারকা ক্রিকেটারের। এবার দেখা গেল হাসপাতালেও নিউ ইয়ার সেলিব্রেশন মুডে রয়েছেন কাম্বলি। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ে গতিতে ছড়িয়ে পড়ে। বিন্দাস মুডে কাম্বলিকে দেখে খুশি সকলেই।
আরও পড়ুনঃ IND vs AUS: অবসরের দিন ঠিক করে ফেলেছেন রোহিত শর্মা! ভারত অধিনায়ক নিয়ে বড় আপডেট!
প্রসঙ্গত, ভারতের হয়ে ১৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিনোদ কাম্বলি। ১০৮৪ রান করার পাশাপাশি ৪টি শতরান ও ৩টি অর্ধশতরান। সেঞ্চুরির মধ্যে রয়েছে ২টি ডাবল সেঞ্চুরি। এছাড়া ১০৪টি ম্যাচ খেলে ২৪৭৭ করেছেন কাম্বলি। রয়েছে ২টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি।