এদিন জ্বরের জন্য দ্বিতীয় ম্যাচে খেলেননি দিন্দা। প্রথমে ব্যাট করে ৬ উইকেেট ২৩৫ তোলে কেরল। অপরাজিত সেঞ্চুরি জলজ সাক্সেনার। ২টি করে উইকেট পান সায়ন ও মনোজ। দিন্দার বদলে দলে আসা মুকেশ কুমার ব্যর্থ। রান তাড়ায় সেট হয়েও শোভাযাত্রা বাংলার ব্যাটসম্যানদের।শ্রীবৎস ২৬, অভিমন্যু ২১, ঋত্বিক ৩৫, অনুষ্টুপ ২৪, সুমন্ত ২৩ করে আউট হন। ৭৩ রানে অপরাজিত থেকে যান মনোজ। কিন্তু সঙ্গীর অভাবে জয় অধরা। শেষ বলে রান আউট হন কনিষ্ক শেঠ।
advertisement
শুক্রবার গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ শক্তিশালী উত্তরপ্রদেশ। অঙ্কের বিচারে অবশ্য এখনও নক-আউটের রাস্তা খোলা আছে মনোজদের।
হাজারে হাতছাড়ার মুখে বাংলা
---------------------
ম্যাচ টাউ হওয়াতে দু’দলই ২ পয়েন্ট করে পেল
জ্বরের জন্য খেলেননি দিন্দা
কেরল ২৩৫/৬, বাংলা ২৩৫/৮
জোড়া উইকেট সায়ন-মনোজের
অপরাজিত সেঞ্চুরি জলজ সাক্সেনার
অপরাজিত ৭৩ অধিনায়ক মনোজের
তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ উত্তরপ্রদেশ
