TRENDING:

কেরলের বিরুদ্ধে জেতা ম্যাচ টাই, বিজয় হাজারেতে বিদায়ের মুখে বাংলা

Last Updated:

বিজয় হাজারেতে বিদায়ের মুখে বাংলা। কেরলের বিরুদ্ধে জেতা ম্যাচ টাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিজয় হাজারেতে বিদায়ের মুখে বাংলা। কেরলের বিরুদ্ধে জেতা ম্যাচ টাই। শেষ ১৩ বলে ১৩ রান করতে পারলেন না মনোজ তিওয়ারি। বলে-ব্যাটে পারফর্ম করেও দলকে জেতাতে ব্যর্থ অধিনায়ক।
advertisement

এদিন জ্বরের জন্য দ্বিতীয় ম্যাচে খেলেননি দিন্দা। প্রথমে ব্যাট করে ৬ উইকেেট ২৩৫ তোলে কেরল। অপরাজিত সেঞ্চুরি জলজ সাক্সেনার। ২টি করে উইকেট পান সায়ন ও মনোজ। দিন্দার বদলে দলে আসা মুকেশ কুমার ব্যর্থ। রান তাড়ায় সেট হয়েও শোভাযাত্রা বাংলার ব্যাটসম্যানদের।শ্রীবৎস ২৬, অভিমন্যু ২১, ঋত্বিক ৩৫, অনুষ্টুপ ২৪, সুমন্ত ২৩ করে আউট হন। ৭৩ রানে অপরাজিত থেকে যান মনোজ। কিন্তু সঙ্গীর অভাবে জয় অধরা। শেষ বলে রান আউট হন কনিষ্ক শেঠ।

advertisement

শুক্রবার গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ শক্তিশালী উত্তরপ্রদেশ। অঙ্কের বিচারে অবশ্য এখনও নক-আউটের রাস্তা খোলা আছে মনোজদের।

হাজারে হাতছাড়ার মুখে বাংলা

---------------------

ম্যাচ টাউ হওয়াতে দু’দলই ২ পয়েন্ট করে পেল

জ্বরের জন্য খেলেননি দিন্দা

কেরল ২৩৫/৬, বাংলা ২৩৫/৮

জোড়া উইকেট সায়ন-মনোজের

advertisement

অপরাজিত সেঞ্চুরি জলজ সাক্সেনার

অপরাজিত ৭৩ অধিনায়ক মনোজের

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ উত্তরপ্রদেশ

বাংলা খবর/ খবর/খেলা/
কেরলের বিরুদ্ধে জেতা ম্যাচ টাই, বিজয় হাজারেতে বিদায়ের মুখে বাংলা