এশিয়ান ফুটবল কাউন্সিল মোহনবাগানকে শাস্তি দেওয়ার ফলে আগামী ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসির কোনও প্রতিযোগিতা খেলতে পারবে না তাঁরা। পাশাপাশি ১ লক্ষ ৭২৯ ডলার জরিমানাও করা হয়েছে। ফলে ভারতীয় মূল্যে প্রায় ৯১ লক্ষ ৬ হাজার টাকা। এখনও পর্যন্ত সরকারিভাবে এই শাস্তি প্রসঙ্গে মোহনবাগান কোনও প্রতিক্রিয়া জানায়নি। ক্লাব সূত্রের খবর, এই শাস্তির বিরুদ্ধে শীঘ্রই আবেদন জানাতে পারে সবুজ-মেরুন।
advertisement
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেন ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনও জায়গায় খেলার কথা জানিয়েছিল মোহনবাগান। কিন্তু, সেই আবেদনে সাড়া দেয়নি এএফসি। ফলে খেলতে না যাওয়ার জন্য এএফসি জানিয়েছিল এই মরশুমের সমস্ত পয়েন্ট কেটে নেওয়া হবে। কিন্তু, বড় শাস্তি অপেক্ষা করছিলই।
আরও পড়ুন: চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার
বুধবার, এএফসির শৃঙ্খলারক্ষা কমিটি এবং এথিকস কমিটি জানায় মোহনবাগানকে দুই মরশুমের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তাঁদের আর্থিক জরিমানাও করা হয়েছে। এই জরিমানার মধ্যে ধরা হয়েছে এএফসি এবং সেপাহানের আর্থিক ক্ষতি।
এই শাস্তির ফলে গত দু’বছর ধরে আইএসএল চ্যাম্পিয়ন হলেও এএফসি চ্যাম্পিয়ন লিগ ট্যুরে অংশ নিতে পারবে না তাঁরা।
