মোস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ টাকায় দলে নিয়েছে কেকেআর। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৭ লাখ রুপি। বাংলাদেশের ক্রিকেটে তিনি কাটার মাস্টার নামে জনপ্রিয়। আইপিএলে এর আগে মোস্তাফিজ কখনও এত টাকা দাম পাননি। তাঁর কেরিয়ারে সর্বোচ্চ দাম পেয়েছিলেন ২০১৮ সালে, ২ কোটি ২০ লাখ টাকায় তিনি সেবার গিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে।
advertisement
এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। তবে তাঁকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায় তাঁর প্রাক্তন দল চেন্নাই সুপার কিংস আর কলকাতার মধ্যে। শেষমেশ এই লড়াইয়ে শেষ হাসি হাসে কলকাতা। কেকেআর তাঁকে দলে নেওয়ার পর মোস্তাফিজ বলেছেন, ‘হ্যালো কেকেআর ভক্তরা। আমি মোস্তাফিজুর রহমান। কেকেআরে যোগ দিতে পেরে, ওদের অংশ হতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। শিগগিরই দেখা হচ্ছে আমাদের।’
কেকেআর এবার মাথিসা পাথিরানার মতো টি২০ স্পেশালিস্ট পেসারকে দলে সামিল করেছে। কেকেআরে এর আগেও একাধিক বাংলাদেশি ক্রিকেটার খেলেছে। শাকিব আল হাসান, লিটন দাসের পর এবার নাইটদের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। তার নতুন ও পুরনো বলে পেস ও কাটারের মিশ্রণ নাইটদের বড় অস্ত্র হতে পারে।
আরও পড়ুন- বাড়ি ফিরে ভারত সফর নিয়ে মেসির পোস্ট, যুবভারতী নিয়ে একটা কথা থাকল না!
বাংলাদেশের সাতজন খেলোয়াড়ের নাম ছিল নিলামের তালিকায়। তাঁদের মধ্যে শুধু মোস্তাফিজুর রহমানই দল পেয়েছেন। অন্য ৬ জনের মধ্যে শুধু তাসকিন আহমেদের নাম উঠেছিলেন নিলামের হাতুরির নিচে। বাংলাদেশের পেসারকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি।
