Lionel Messi : বাড়ি ফিরে ভারত সফর নিয়ে মেসির পোস্ট, যুবভারতী নিয়ে একটা কথা থাকল না! কলকাতার 'কাণ্ড' নিয়ে এতটাই বিরক্ত আর্জেন্টাইন তারকা!

Last Updated:
Lionel Messi : মেসি যে ভিডিও পোস্ট করেছেন সেখানে যুবভারতীর মুহূর্তের কোনও ফুটেজ নেই। এমনকী মেসির ক্যাপশন ও ভিডিওতে কলকাতার জায়গা হয়েছে খুব কম।
1/6
লিওনেল মেসির ভারত সফর, যা নিয়ে গোটা দেশে চূড়ান্ত উন্মাদনা ছিল। তবে সেই সফরের প্রথম দিকটা একেবারেই বিশৃঙ্খল ছিল। আর সেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতায়। তার পর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে মেসির সফর ছিল দেখার মতো।
লিওনেল মেসির ভারত সফর, যা নিয়ে গোটা দেশে চূড়ান্ত উন্মাদনা ছিল। তবে সেই সফরের প্রথম দিকটা একেবারেই বিশৃঙ্খল ছিল। আর সেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতায়। তার পর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে মেসির সফর ছিল দেখার মতো।
advertisement
2/6
কলকাতার যুবভারতীতে মেসিকে দেখতে পাননি ভক্তরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্বপ্নের নায়ককে দেখতে পাননি তারা। সেই নিয়ে অভিযোগ, হতাশা জন্মায় ভক্তদের মধ্যে। মেসিকে ঘিরে ছিল প্রচুর অবাঞ্ছিত মানুষ। তাঁদের জন্যই মানুষ মেসিকে সামনে পেয়েও দেখতে পাননি বলে অভিযোগ।
কলকাতার যুবভারতীতে মেসিকে দেখতে পাননি ভক্তরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্বপ্নের নায়ককে দেখতে পাননি তারা। সেই নিয়ে অভিযোগ, হতাশা জন্মায় ভক্তদের মধ্যে। মেসিকে ঘিরে ছিল প্রচুর অবাঞ্ছিত মানুষ। তাঁদের জন্যই মানুষ মেসিকে সামনে পেয়েও দেখতে পাননি বলে অভিযোগ।
advertisement
3/6
বাড়ি ফিরে মেসি তাঁর ভারত সফর নিয়ে পোস্ট করেন। সেই পোস্টে কলকাতার উল্লেখ থাকলেও যুবভারতীয় নিয়ে কিছু নেই।
বাড়ি ফিরে মেসি তাঁর ভারত সফর নিয়ে পোস্ট করেন। সেই পোস্টে কলকাতার উল্লেখ থাকলেও যুবভারতীয় নিয়ে কিছু নেই।
advertisement
4/6
মেসি তাঁর পোস্টে লিখেছেন, “নমস্কার ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় গিয়েছিলাম আমরা। ভারত সফরে যে আতিথেয়তা ও ভালবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। আশা করব, ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।”
মেসি তাঁর পোস্টে লিখেছেন, “নমস্কার ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় গিয়েছিলাম আমরা। ভারত সফরে যে আতিথেয়তা ও ভালবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। আশা করব, ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।”
advertisement
5/6
মেসি যে ভিডিও পোস্ট করেছেন সেখানে যুবভারতীর মুহূর্তের কোনও ফুটেজ নেই। এমনকী মেসির ক্যাপশন ও ভিডিওতে কলকাতার জায়গা হয়েছে খুব কম। ভিডিওর একেবারে শুরুতে মেসি কলকাতায় তাঁর মূর্তি উন্মোচনের একটি মুহূর্ত তুলে ধরেন। ভিডিওর বাকি সবটাই দিল্লি, মুম্বই ও হায়দরাবাদের অংশ।
মেসি যে ভিডিও পোস্ট করেছেন সেখানে যুবভারতীর মুহূর্তের কোনও ফুটেজ নেই। এমনকী মেসির ক্যাপশন ও ভিডিওতে কলকাতার জায়গা হয়েছে খুব কম। ভিডিওর একেবারে শুরুতে মেসি কলকাতায় তাঁর মূর্তি উন্মোচনের একটি মুহূর্ত তুলে ধরেন। ভিডিওর বাকি সবটাই দিল্লি, মুম্বই ও হায়দরাবাদের অংশ।
advertisement
6/6
কলকাতার বিশৃঙ্খলায় মেসি কি তা হলে নিজেও খুব বিরক্ত ছিলেন! এই নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। না হলে দেশের বাকি তিনটি শহরের বেশিরভাগ ক্লিপিংস মেসি তাঁর ভিডিওতে রাখলেও যুবভারতীয় কোনও ক্লিপস কেন রাখলেন না!
কলকাতার বিশৃঙ্খলায় মেসি কি তা হলে নিজেও খুব বিরক্ত ছিলেন! এই নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। না হলে দেশের বাকি তিনটি শহরের বেশিরভাগ ক্লিপিংস মেসি তাঁর ভিডিওতে রাখলেও যুবভারতীয় কোনও ক্লিপস কেন রাখলেন না!
advertisement
advertisement
advertisement