TRENDING:

RAM MANDIR: 'বল...গাও...গর্জন কর..', মন্দিরের সামনে ভেঙ্কটেশ প্রসাদের মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি, দেখুন ভিডিও

Last Updated:

RAM MANDIR: সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণের আগে আরও একটি ভিডিও শেয়ার করলেন ভেঙ্কটেশ প্রসাদ। রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে ভেঙ্কটেশ প্রসাদের মুখে রাম ধ্বনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অযোধ্যা: রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ আগেই পৌছে গিয়েছে অযোধ্যায়। রবিবারই অযোধ্যায় পৌছে গিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। সেই ছবিও ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ভেঙ্কটেশ প্রসাদ।
advertisement

সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণের আগে আরও একটি ভিডিও শেয়ার করলেন ভেঙ্কটেশ প্রসাদ। রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিডিওটি শেয়ার করেছেন প্রসাদ। সেখানে ভেঙ্কটেশ প্রসাদের গলায় জয় শ্রীল ধ্বনিও শোনা গিয়েছে। প্রসাদ ভিডিওতে বলেছেন,’এক হি নারা…এক হি নাম….জয় শ্রী রাম।’ ক্যাপশনে প্রসাদ লেখেন, এটি বল, এটি গাও, এটি গর্জন কর।

কিংবদন্তী সচিন তেন্ডুলকরও সোমবার সকালে অযোধ্যার উদ্দেশ্য়ে পারি দিয়েছেন। মুম্বই বিমান বন্দরে ক্যামোর সামনে হাত নারতেও দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারকে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলেও অযোধ্যায় পৌছে গিয়েছেন।

আরও পড়ুনঃ RAM MANDIR: অযোধ্যা পারি সচিন তেন্ডুলকরের, পৌছে গিয়েছেন আরও একাধিক ভারতীয় ক্রিকেটার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের একাধিক তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। এমএস ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যায় পৌছে গিয়েছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাও পৌছে গিয়েছেন।

বাংলা খবর/ খবর/খেলা/
RAM MANDIR: 'বল...গাও...গর্জন কর..', মন্দিরের সামনে ভেঙ্কটেশ প্রসাদের মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল