আরও পড়ুন - Alex Morgan : হলিউড নায়িকারা ফেল ! চিনে নিন বিশ্বের সবচেয়ে সেক্সি মহিলা ফুটবলারকে
তবে এ মরশুমে তিনি নিলামেই নাম দেননি। কেন হঠাৎ আইপিএল খেলায় অনিচ্ছুক হলেন গেইল, তা নিয়ে না না তত্ত্ব উঠে আসছিল। এবার গেইল নিজেই মুখ খুললেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির মতে তিনি যোগ্য সম্মান না পাওয়ার কারণেই আইপিএলে নাম দেননি। Mirror-কে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, গত দুই বছরে আইপিএল যেভাবে চলেছে, তাতে আমায় সঠিকভাবে ট্রিট করা হয়নি।
advertisement
আইপিএলের জন্য এতকিছু করার পরেও, ওরা আমায় যোগ্য সম্মান না দেওয়ায় আমার মনে হয়েছে আমার ড্রাফটে ঢোকার কোনও প্রয়োজন নেই। ক্রিকেটের পরেও জীবন রয়েছে এবং আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। গত দুই মরশুমে গেইল মাত্র ১৭টি ম্যাচ খেললেও, আইপিএল কেরিয়ারে তিনি মোট ১৪২টি ম্যাচে ১৪৮.৯৬-র গড়ে ৪৯৬৫ রান করেছেন। আইপিএলে এক ইনিংসে সর্বকালের সর্বোচ্চ, ১৭৫ রানও এসেছে গেইলের ব্যাট থেকেই।
এবছরই উইন্ডিজ কিংবদন্তির বয়স ৪৩ হবে। তবে এ মরশুমে না খেললেও, পরের মরশুমে আবারও আইপিএলে নাম দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন গেইল। পরের বছর আমি ফিরছি। ওদের আমায় প্রয়োজন। আমি আইপিএলে তিনটি দল কলকাতা, আরসিবি ও পঞ্জাবের হয়ে খেলেছি। আরসিবি বা পঞ্জাবের হয়ে আমি অন্তত একটি আইপিএল জিততে চাই।
আরসিবির হয়ে দারুণ সময় কাটিয়েছি এবং আইপিএলে ওদের হয়ে সবথেকে বেশি সফলতা পেয়েছি আমি। পঞ্জাবও ভাল দল। আমি বরবারই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সুতরাং, দেখা যাক কী হয়। জানান গেইল। তবে ক্রিস গেইল যখন আইপিএলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তখন অনেক ফ্রাঞ্চাইজিং তাকে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলাই যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন। মরা হাতি লাখ টাকা। অন্তত আইপিএলে ক্রিস গেইল সম্পর্কে এই কথা বলাই যায়।