TRENDING:

U19 World Cup, IND vs AUS : সেমিতে অস্ট্রেলিয়াকে ঘায়েল করতে কোন পথে নামবে ইয়াশের ভারত ? জানুন

Last Updated:

U19 World Cup India ready for Australia challenge in semifinal. সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট পেতে মরিয়া ভারতের ছোটরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যান্টিগা: ভারতের অনূর্ধ্ব উনিশ অধিনায়ক ইয়াশ ধুল আগেই জানিয়েছিল দলের সঙ্গে ভিভিএস লক্ষ্মণ থাকার কারণে অনেক সুবিধে হয়েছে। টেকনিক্যাল বিশ্লেষণ ছাড়াও প্রতিপক্ষ শিবিরের মানসিকতার কোন জায়গায় আঘাত করতে হবে, সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান। নিজের ক্রিকেট জীবনে বরাবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল ছিলেন ভিভিএস লক্ষ্মণ।
ক্যাঙ্গারু বধের নীল নকশা তৈরি আছে ভারতের জুনিয়রদের
ক্যাঙ্গারু বধের নীল নকশা তৈরি আছে ভারতের জুনিয়রদের
advertisement

আরও পড়ুন - IND vs WI : GCA বাংলার উল্টো পথে গুজরাত, দর্শকশূন্য স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচ খেলবে ভারত

বুধবার ইয়াশ, শেখ রশিদ, রঘুবংশী, সিন্ধুরা কোন মন্ত্র ক্যাঙ্গারু বধ করবেন বুঝিয়ে দিয়েছেন লক্ষণ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। ২ ফেব্রুয়ারি অ্যান্টিগাতেই হবে সেই ম্যাচ। যে মাঠে বাংলাদেশকে পাঁচ উইকেটে উড়িয়ে শেষ চারে ওঠে ভারত। অস্ট্রেলিয়া যদিও বাংলদেশের মতো দুর্বল প্রতিপক্ষ নয়।

advertisement

আরও পড়ুন - IND vs WI: চার বলে চার উইকেট! ভয়ঙ্কর ক্যারিবিয়ান পেসারের হুঙ্কার, 'ভারতকে ওদের মাঠে হারাব'

গ্রুপ পর্বে একটিও ম্যাচ না হেরে শেষ চারে উঠেছে তারা। ভারতও এখনও একটিও ম্যাচ হারেনি। কীভাবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া যায়, তারই নীল নকশা তৈরি হয়ে গিয়েছে সোমবার। ভারতীয় ক্রিকেটারদের ভিডিয়ো সেশনে তুলে ধরা হয় অস্ট্রেলিয়ার বিভিন্ন ম্যাচের ছবি। প্রত্যেকেই লক্ষ্য করেন, জোরে বোলারদের বিরুদ্ধে সাবলীল ভাবেই ব্যাট করছেন অস্ট্রেলীয় ব্যাটাররা।

advertisement

কিন্তু স্পিনারদের বিরুদ্ধে একই ভঙ্গিতে ব্যাট করতে পারছেন না। যতই সেই দলে সব্যসাচী স্পিনার নিভেথন রাধাকৃষ্ণণ থাকুন না কেন। স্পিনারদের বিরুদ্ধে কিছুটা হলেও দুর্বল অস্ট্রেলিয়া। তাই ভিকি ওস্টওয়াল, কৌশল তাম্বের উপরেই ভারতকে জেতানোর বড় দায়িত্ব। শেষ ম্যাচেই দেখা গিয়েছে, অ্যান্টিগার পিচে সাহায্য পাচ্ছেন স্পিনাররা। সেই দৃশ্য ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বাড়িয়েছে।

advertisement

ভিকি ওস্টওয়ালের ডেলিভারি মিডল স্টাম্প থেকে অফস্টাম্পের বাইরে ঘুরেছে। কৌশল তাম্বেও ক্রমাগত একই জায়গায় বল ফেলে রান আটকানোর কাজ করতে পারেন। তাঁরাই তুরুপের তাস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পাশাপাশি রবি কুমার ছন্দে ফিরেছেন কোয়ার্টার ফাইনালে। তাঁর সুইং সামলানো সহজ নয়। রাজবর্ধন হঙ্গরগেকরের ইনসুইংও চাপে রাখবে বিপক্ষ শিবিরে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান টিগ উইলি। দুরন্ত ছন্দে আছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য ৭১ রানের ইনিংস খেলেছিলেন। অধিনায়ক কুপার কনোলি, ক্যাম্পবেল কেলাওয়ে রান করার ক্ষমতা রাখেন। বল হাতে হুইটনি এবং স্যালজম্যান বেশ প্রতিভাবান। তাই ভারতের লড়াই কঠিন। কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। যদিও নকআউট পর্যায় অস্ট্রেলিয়া বরাবর ভয়ঙ্কর। ভারতের স্পিন মন্ত্রেই অজি বধের মহড়া চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup, IND vs AUS : সেমিতে অস্ট্রেলিয়াকে ঘায়েল করতে কোন পথে নামবে ইয়াশের ভারত ? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল