IND vs WI : GCA বাংলার উল্টো পথে গুজরাত, দর্শকশূন্য স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচ খেলবে ভারত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Gujarat Cricket association confirms IND vs WI series will be played behind closed doors. ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শক ছাড়াই খেলা হবে
#আহমেদাবাদ: বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নিল গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। অবশ্যই দর্শকদের এবং ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে। আজ সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করা হয়েছে এই খবর। সিরিজ ঝুঁকি মুক্ত করার জন্য এমন সিদ্ধান্ত। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের তিনটি ম্যাচ খেলবে আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে।
৬ ফেব্রুয়ারি প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি ভারতের কাছে মাইলস্টোন ম্যাচ। কেন না, বিশ্বের প্রথম দেশ হিসেবে ১ হাজারতম একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত। ইংল্যান্ডকে টি ২০ সিরিজে পরাস্ত করে ক্যারিবিয়ানে পা রাখার আগে বড় সিদ্ধান্ত ঘোষণা করল গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে একদিনের সিরিজের তিনটি ম্যাচ।
advertisement
advertisement
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই যে এই পদক্ষেপ তা জানানো হয়েছে। আমেদাবাদে একদিনের সিরিজের ম্যাচগুলি হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি। ক্লোজড ডোরে সিরিজ খেলে টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে কলকাতায় আসবে দুই দল। কলকাতার ইডেন গার্ডেন্সে টি ২০ আন্তর্জাতিক সিরিজের তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।
advertisement
গতকালই রাজ্য সরকার জানিয়েছে, স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক নিয়ে খেলাধুলো আয়োজন করা যাবে। এরপরই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, নভেম্বরে ভারত-নিউজিল্যান্ড টি ২০ ম্যাচ চলাকালীন ৭০ শতাংশ দর্শককে ইডেনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছিল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সহ ম্যাচের সঙ্গে যুক্ত সকলকে।
Considering the current situation, all the matches will be played behind the closed doors.
— Gujarat Cricket Association (Official) (@GCAMotera) February 1, 2022
advertisement
এবারও তেমনভাবেই সাফল্যের সঙ্গে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ আয়োজনে সিএবি প্রস্তুত বলে জানানো হয়। তবে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত সিএবিকে অস্বস্তিকে ফেলার পক্ষে যথেষ্ট। করোনা পরিস্থিতিতে যাতে দুই দলকে ৬টি শহরে যেতে না হয় সে কারণে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজ শুধু দুটি শহরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
advertisement
প্রথমে এমনটাও ভাবা হচ্ছিল যে শুধু আমেদাবাদেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। শেষমেশ ইডেনে আনা সম্ভব হয় টি ২০ সিরিজটিকে। সিএবি দর্শক রেখে খেলা আয়োজনের জন্য তৈরি থাকলেও বিষয়টি নিয়ে চূড়ান্ত পদক্ষেপ করবে বিসিসিআই-ই। বোর্ডের অনেক কর্তাও চান না কোনও ঝুঁকি নিতে।
কেন না, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে লজ্জাজনক পরাজয় নিয়ে ফেরার পর এখন দেখার ক্যারিবিয়ানদের হারিয়ে দুটো সিরিজ দেশেই রাখতে পারে কিনা ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 4:12 PM IST