IND vs WI: চার বলে চার উইকেট! ভয়ঙ্কর ক্যারিবিয়ান পেসারের হুঙ্কার, 'ভারতকে ওদের মাঠে হারাব'
- Published by:Suman Majumder
Last Updated:
India vs West Indies: চার বলে চার উইকেট তুলে রেকর্ড করেছিলেন তিনি। এমন বোলারের হুঙ্কার, ভারতকে হারাবেন।
advertisement
advertisement
advertisement
৬ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদে শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। ভারতীয় ক্রিকেটাররা আহমেদাবাদে পৌঁছাতে শুরু করেছেন। ওডিআই অধিনায়ক হিসেবে এটাই হবে রোহিত শর্মার প্রথম ওয়ানডে সিরিজ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারত ১৮ সদস্যের দল বেছে নিয়েছে। এতে নির্বাচিত হয়েছেন কুলদীপ যাদবও। আর অশ্বিনকে টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় দলের বাইরে রাখা হয়েছে।
advertisement
advertisement
২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভাল হয়নি। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। তবে এই ব্যর্থতা ভুলে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করে ক্যারিবিয়ান দল। এই প্রসঙ্গে হোল্ডার বলেন, "ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা যেভাবে ফিরে এসেছি, সেটা একটা দল হিসেবে আমাদের চরিত্রকে দেখায়। আমি নিশ্চিত, আমরা একসঙ্গে খেললে ভারতের বিরুদ্ধেও একই কাজ করতে পারব।"