* টুটু বসু
* সৃঞ্জয় বসু (টুটু বসুর ছেলে)
* নীলাঞ্জনা বসু (টুটু বসুর ছেলের বউ)
* অরিঞ্জয় বসু (টুটু বসুর নাতি)
* সৌমিক বসু (টুটু বসুর ছেলে)
* রাই বসু (টুটু বসুর ছেলের বউ)
advertisement
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রশাসনের সঙ্গে স্বপন সাধন বসু বহু বছর ধরে যুক্ত৷ সেই হেভিওয়েট ময়দানের প্রশাসককে এবার এসআইআর শুনানির সম্মুখীন হতে হল। একটা সময় মোহনবাগান ফুটবল ক্লাব যখন আর্থিক কষ্টে দিন কাটাচ্ছিল, সেইসময় আশার আলো দেখিয়েছিলেন টুটু বসু। এই ঋণের কথা ইতিপূর্বে মোহনবাগানের একাধিক ফুটবলার স্বীকার করেছিলেন। এবার তাঁকেও যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে, সেটাই সবুজ-মেরুন সমর্থকরা মেনে নিতে পারছেন না।
এরপর খবরটি নেট পাড়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। তবে শুধুমাত্র টুটু বসু একা নন, গোটা বসু পরিবারকেই তলব করা হয়েছে। এই ঘটনায় সবুজ-মেরুন সমর্থকদের একাংশ রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে। প্রাক্তন মোহনবাগান ফুটবলাররাও নিজেদের রাগ চেপে রাখেননি৷
টুটু বসুকে শুনানিতে ঢাকা মানে মোহনবাগানের আবেগকে ধাক্কা দেওয়া। মোহনবাগান মানেই টুটু বসু। তাকেও আজকে প্রমাণ করতে হবে তিনি দেশের নাগরিক। লজ্জা এবং হতাশা বলে জানালেন দীপেন্দু বিশ্বাস। পাশাপাশি প্রাক্তন ফুটবলারের দাবি, সমাজের বিশিষ্টদের বাড়িতে গিয়ে সমস্যা সমাধান করা হোক এভাবে যেন ডাকা না হয়। দেশের হয়ে যারা খেলেছেন তাদেরকে শুনানিতে ডাকা অপমানজনক।
