গৌতম গম্ভীরের কোচিং নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ভারতীয় দল গত ১১ টেস্ট ম্য়াচের মধ্যে মাত্র তিনটেয় জিতেছে। হেরেছে ৭ টেস্ট ম্য়াচ। গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের এমন বেহাল দশা দেখে অনেকে সমালোচনা শুরু করেছেন। আর এবার সেই দলে যুক্ত হলেন অনুজয়।
টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। তার পর গৌতম গম্ভীর বসেন দ্রাবিড়ের ছেড়ে যাওয়া আসনে। তার পর থেকে ভারতীয় দলের দুঃসময় চলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। অস্ট্রেলিয়ায় তিনটে ম্য়াচ হার। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে হার দিয়েই শুরু। ফলে স্বাভাবিকভাবেই গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
আরও পড়ুন- সৌরভের বাড়িতে সারা আলি খান! বৃহস্পতিবার জমজমাট ইডেন, থাকবেন আরও এক তারকা
অনুজয় সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘গৌতম গম্ভীর বলছেন প্রতি টেস্টে বোলারদের বিচার করলে একটা পেস ইউনিট গড়ে উঠবে কি করে! ঠিকই তো। প্রতি টেস্টে কেন বিচার করবেন? সিরিজটা শেষ হোক। একেবারে বিচার করে কুৎসিত বলে দেবেন।’
তিনিও কি তবে গম্ভীরের কোচিং ও স্ট্র্যাটেজি দেখে বিরক্ত? তাঁর পোস্ট ভাইরাল হচ্ছে। অনুজয়ের এই সমালোচনা হয়তো গম্ভীরের কানে উঠবে না। তবে এক হতাশ ভারতীয় ক্রিকেট সমর্থকের আর্তনাদ হয়তো অনেকের মনের কথা হয়ে উঠবে!