Sourav Ganguly: সৌরভের বাড়িতে সারা আলি খান! বৃহস্পতিবার জমজমাট ইডেন, থাকবেন আরও এক তারকা

Last Updated:

Sourav Ganguly- সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আসছেন সঈফ আলির কন্যা সারা আলি খান। বৃহস্পতিবার ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে যাবেন বলিউডের এই অভিনেত্রী।

News18
News18
কলকাতা : সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আসছেন সঈফ আলির কন্যা সারা আলি খান। বৃহস্পতিবার ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে যাবেন বলিউডের এই অভিনেত্রী।
বৃহস্পতিবার সকালে কলকাতায় আসছেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। নিজেদের অভিনীত নতুন সিনেমার প্রমোশন নিয়ে CAB পরিচালিত বেঙ্গল টি-টোয়েন্টি লিগের ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন বলিউড দুই তারকা। বিকেল ছটার সময় মাঠে আসার কথা দুজনের।
সিএবির পক্ষ থেকে দুজনকে সংবর্ধনা দেওয়া হবে মাঠে। ইডেনে ম্যাচ দেখার ব্যাপারে উচ্ছ্বসিত মনসুর আলি খান পতৌদির নাতনি। বৃহস্পতিবার রাতের ম্যাচে মুর্শিদাবাদ দলের হয়ে গলাও ফাটাবেন দুজনে। তার পরই সৌরভের তরফ থেকে ডিনারের আমন্ত্রণ রক্ষা করতে তাঁর বেহালার বাড়িতে যাবেন তাঁরা। অতীতেও কলকাতায় এসে আমির খানের খানের মতো তারকারা সৌরভের বাড়িতে গিয়ে ডিনার করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- জয় শাহর সঙ্গে সম্পর্ক কেমন? এতদিনে মুখ খুললেন সৌরভ! বলে দিলেন ‘মনের কথা’
এই টুর্নামেন্টের উদ্বোধনে পারফর্ম করেছিলেন সুনিধি চৌহান। ২০২৪ সাল থেকে সিএবি-র পরিচালনায় শুরু হয় এই মেগা টি-২০ ক্রিকেট লিগের আসর। বাংলার ক্রিকেটের উন্নতি তথা নতুন এবং তরুণ ক্রিকেটারদের জন্য অন্যতম একটি সেরা মঞ্চ।
advertisement
চলতি বছর বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় এডিশন। কলকাতার ইডেন গার্ডেন্সে জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই বছরের বেঙ্গল প্রো টি-২০ লিগ। মঞ্চ মাতাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুনীধি চৌহান। এবার সারা আলি খান ও আদিত্য রায় কাপুর থাকবেন এই টুর্নামেন্টে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সৌরভের বাড়িতে সারা আলি খান! বৃহস্পতিবার জমজমাট ইডেন, থাকবেন আরও এক তারকা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement