TRENDING:

Hockey Bronze Medal Match | Tokyo Olympics 2020: 'গর্বিত দেশ!' অলিম্পিক্সে পুরুষ হকি দলের জয়ে উচ্ছ্বসিত রাহুল গান্ধি

Last Updated:

অলিম্পিক্সে পুরুষ হকি দলের ব্রোঞ্জ জয়ে (India Men's Hockey bronze) অভিনন্দন জানালেন রাহুল গান্ধি (Rahul Gandhi)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন জানালেন রাহুল গান্ধি৷ টোকিও অলিম্পিক্সে ভারতীয় হকি দলের ব্রোঞ্জ (India Men Hockey bronze win) জয়ে উচ্ছ্বসিত কংগ্রেস নেতা৷ টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2021) ভারতীয় পুরুষ হকি দলের জয়৷ জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল তাঁরা৷ ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন মনপ্রীত সিংরা৷ জার্মানিকে ৫-৪ হারিয়ে দেশের জন্য ব্রোঞ্জ নিয়ে এসেছে পুরুষ হকি দল৷ নিঃসন্দেহে এটা গর্বের সময় দেশের জন্য৷ হকি দলের ভূয়সী প্রসংশা করেন রাহুল৷ তিনি লেখেন এটা খুবই গর্বের সময় দেশের জন্য৷ ট্যুইটে তিনি লেখেন যে, এটা গোটা দেশের জন্য গর্বের সময়৷ এই জয় যুক্তিযুক্ত৷
advertisement

আরও পড়ুন Tokyo Olympics 2020: 'ঐতিহাসিক দিন,' পুরুষ হকি দলের ব্রোঞ্জ জয়, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টি করল। দল ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে পরাজিত করে তারা। ১৯৮০ সালের পর হকি দল পদক জিতেছিল। সামগ্রিক অলিম্পিক্সের ইতিহাসে হকিতে এটি ভারতের ১২তম পদক। ম্যাচের এক পর্যায়ে ভারতীয় দল ১-৩ পিছিয়ে ছিল। এর পরে, দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচটি জিতে নেয় খেলোয়াড়রা। মহিলা হকি দলও পদকের দৌড়ে রয়েছে। শুক্রবার গ্রেট বৃটেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক ম্যাচ খেলবে মেয়েরা৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ম্যাচে এদিন জোড়া গোল করলেন সিমরনজিৎ সিং ৷ গোল পেলেন হরমনপ্রীত, হার্দিক সিং এবং রুপিন্দরও ৷ ম্যাচে লড়াই হল একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত ৷ খেলা শেষ হওয়ার একেবারে শেষমুহূর্তে একটি পেনাল্টি কর্নার পায় জার্মানি ৷ ওখানে গোল হয়ে গেলেই বিপদ বাড়ত ৷ কিন্তু শেষপর্যন্ত গোল বাঁচিয়ে নিতে সফল ভারত ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Hockey Bronze Medal Match | Tokyo Olympics 2020: 'গর্বিত দেশ!' অলিম্পিক্সে পুরুষ হকি দলের জয়ে উচ্ছ্বসিত রাহুল গান্ধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল