TRENDING:

Power Lifting: দীর্ঘদিন ধরে কঠিন অনুশীলন, তারই ফল পেলেন মায়া, করলেন দেশকে গর্বিত

Last Updated:

Power Lifting: জেলার এই খেলোয়াড় উজ্বল করছে জেলা ও দেশের নাম! জেনে নিন দেশের প্রান্তিক জেলার এই খেলোয়াড় সম্পর্কে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বর্তমান সময়ে একাধিক খেলোয়াড় জেলার নাম উজ্জ্বল করেছেন। তবে এবার জেলার আরেক মহিলা খেলোয়াড় পাওয়ার লিফটিং খেলায় নাম উজ্বল করছে জেলার নাম। কোচবিহারের মধুপুর এলাকার বাসিন্দা মায়া রায়। বেশ কিছুটা সময় আগে থেকেই পাওয়ার লিফটিং ও ওয়েট লিফটিং করার প্রশিক্ষণ নেওয়া শুরু করে মায়া। ধীরে ধীরে মায়া পারদর্শী হয়ে ওঠে এই খেলাগুলিতে। এরপর শুরু হয় তাঁর জেলা, রাজ্য এবং দেশীর স্তরে খেলার। এবার মায়া থাইল্যান্ড থেকে আন্তর্জাতিক স্তরে তিনটি স্বর্ণ পদক জয় করেছে।
advertisement

ওয়েট লিফটিং এবং পাওয়ার লিফটিং খেলোয়াড় মায়া রায় জানায়, “ছোট থেকেই তাঁর খেলাধুলোর প্রতি আগ্রহ। ধীরে ধীরে সেই আগ্রহ পরিবর্তন হয় ওয়েট লিফটিং ও পাওয়ার লিফটিং খেলায়। দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ নেওয়ার পর সে প্রস্তুত হয়ে ওঠে এই দুই খেলার জন্য। এছাড়া প্রতিদিন তাঁর নিয়ম মেনে চলে প্রশিক্ষণ পর্ব। এবার সে থাইল্যান্ড গিয়েছিল আন্তর্জাতিক স্তরে খেলতে। সেখানে সে জয় করে তিনটি স্বর্ণ পদক। তাঁর ভবিষ্যত দিনের পরিকল্পনা অলিম্পিক গেমসে ভারতের হয়ে অংশগ্রহণ করা। তাই সে প্রতিনিয়ত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে একনাগাড়ে।”

advertisement

আরও পড়ুন – IPL Prize Money: আইপিএলে কি এবার প্রাইজ মানি-র পরিমাণ বাড়ল নাকি? RCB vs PBKS কেমন হবে কামাই, আর কাদের ভাগ্যে শিকে ছিঁড়বে

মায়া আরও জানায়, “তবে তাঁর পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। তাই তাঁর ভাল মানের প্রশিক্ষণ এবং আরোও বড় খেলায় অংশ নিতে প্রয়োজন আর্থিক সাহায্য। তাই যদি কোনোও ভাবে সরকারি কিংবা বেসরকারি আর্থিক সাহায্য সে পায় তাঁর অংকটাই সুবিধা হবে।” তাঁর শিক্ষক  জানান,”জেলার একাধিক কৃতী খেলোয়াড়ের মধ্যে মায়া অন্যতম। তাই তিনি এত বয়সে এসেও মায়াকে প্রশিক্ষণ করিয়ে যাচ্ছেন। তিনি চান জেলার এই খেলোয়াড় যেন আন্তর্জাতিক স্তরে ভাল সফলতা পায়। যাতে জেলার, রাজ্যের এবং দেশের নাম অনেকটাই উজ্জ্বল হয়।”

advertisement

View More

বর্তমানে মায়ার প্রয়োজন ভাল মানের প্রশিক্ষণ। আন্তর্জাতিক স্তরে খেলতে গেলে প্রয়োজন ভাল মানের প্রশিক্ষণ। তবেই জেলার এই কৃতী খেলোয়াড় মায়া আগামীদিনে দেশের নাম উজ্বল করে তুলতে পারবে। তবে তাঁর প্রয়োজন বেশ কিছুটা আর্থিক সহায়তা। সরকারি কিংবা বেসরকারি আর্থিক সহায়তা যদি মায়া পায়। তবে অবশ্যই ভবিষ্যতে অনেকটাই সফলতা পেতে পারে মায়া রায়।

advertisement

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/খেলা/
Power Lifting: দীর্ঘদিন ধরে কঠিন অনুশীলন, তারই ফল পেলেন মায়া, করলেন দেশকে গর্বিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল