IPL Prize Money: আইপিএলে কি এবার প্রাইজ মানি-র পরিমাণ বাড়ল নাকি? RCB vs PBKS কেমন হবে কামাই, আর কাদের ভাগ্যে শিকে ছিঁড়বে

Last Updated:
IPL Prize Money: আইপিএলের প্রাইজ মানি চিরকালই লোভনীয়, জানেন কি প্রথম মরশুমের তুলনায় কত গুণ বেড়েছে আইপিএলের প্রাইজ মানি...
1/6
কিছুক্ষণের মধ্যেই আইপিএলের ফাইনাল৷ আইপিএল ট্রফির জন্য আরসিবি এবং পঞ্জাবের মধ্যে সরাসরি লড়াইয়ের আগে একটা বড় প্রশ্ন সকলের মাথায় ঘুরছে তা হল আইপিএলের  বিজয়ী দল কত টাকা পুরস্কার পাবে। শুধু বিজয়ীরা নয় রানার্স দলও কত পাবে সবকিছুতেই রয়েছে প্রচুর টাকার প্রাইজ মানি৷ সকলের মনে আরও একটা প্রশ্ন এবারের আইপিএলে কি পুরস্কার মূল্য আগের চেয়ে বেড়েছে?  জেনে নিন আইপিএলে পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ বিজয়ীরা কত লক্ষ টাকা করে পুরস্কার পান৷
কিছুক্ষণের মধ্যেই আইপিএলের ফাইনাল৷ আইপিএল ট্রফির জন্য আরসিবি এবং পঞ্জাবের মধ্যে সরাসরি লড়াইয়ের আগে একটা বড় প্রশ্ন সকলের মাথায় ঘুরছে তা হল আইপিএলের  বিজয়ী দল কত টাকা পুরস্কার পাবে। শুধু বিজয়ীরা নয় রানার্স দলও কত পাবে সবকিছুতেই রয়েছে প্রচুর টাকার প্রাইজ মানি৷ সকলের মনে আরও একটা প্রশ্ন এবারের আইপিএলে কি পুরস্কার মূল্য আগের চেয়ে বেড়েছে?  জেনে নিন আইপিএলে পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ বিজয়ীরা কত লক্ষ টাকা করে পুরস্কার পান৷
advertisement
2/6
আইপিএলের জয়ী দল কত কোটি টাকা পাবে?২০২৫ সালের আইপিএলের শিরোপা জয়ী দল ১, ২ বা ৫ নয় ২০ কোটি টাকা পাবে। একই সঙ্গে আইপিএলের ফাইনাল ম্যাচে হেরে যাওয়া দল অর্থাৎ রানার্সরা পাবে ১৩ কোটি টাকা।
আইপিএলের জয়ী দল কত কোটি টাকা পাবে?২০২৫ সালের আইপিএলের শিরোপা জয়ী দল ১, ২ বা ৫ নয় ২০ কোটি টাকা পাবে। একই সঙ্গে আইপিএলের ফাইনাল ম্যাচে হেরে যাওয়া দল অর্থাৎ রানার্সরা পাবে ১৩ কোটি টাকা।
advertisement
3/6
২০২২ থেকে অবশ্য আইপিএলের পুরস্কার মূল্যে কোনও পরিবর্তন হয়নি৷ কিন্তু আইপিএলের শুরুর মরশুমের সঙ্গে যদি তুলনা করেন তাহলে এই পুরস্কার মূল্য বিশাল পরিমাণ পরিবর্তন  এসেছে৷ প্রথম মরশুমে অর্থাৎ ২০০৮ এ আইপিএলের বিজয়ী দল পেত ৪.৮ কোটি টাকা, অন্যদিকে রানার্স আপ দল পেয়েছিল ২.৪ কোটি টাকা৷
২০২২ থেকে অবশ্য আইপিএলের পুরস্কার মূল্যে কোনও পরিবর্তন হয়নি৷ কিন্তু আইপিএলের শুরুর মরশুমের সঙ্গে যদি তুলনা করেন তাহলে এই পুরস্কার মূল্য বিশাল পরিমাণ পরিবর্তন  এসেছে৷ প্রথম মরশুমে অর্থাৎ ২০০৮ এ আইপিএলের বিজয়ী দল পেত ৪.৮ কোটি টাকা, অন্যদিকে রানার্স আপ দল পেয়েছিল ২.৪ কোটি টাকা৷
advertisement
4/6
পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ বিজয়ীরা কত টাকা পাবে?মরশুমে সবচেয়ে বেশি রান করা প্লেয়ার অরেঞ্জ ক্যাপ পায়। পুরস্কার হিসেবে তারা  ১০ লক্ষ টাকা পায়৷  গোটা মরশুমে আইপিএলে যে বোলার সবচেয়ে বেশি উইকেট নেন তাঁকে পার্পল ক্যাপ দেওয়া হয়। সেই বোলারও ১০ লক্ষ টাকা পান।
পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ বিজয়ীরা কত টাকা পাবে?মরশুমে সবচেয়ে বেশি রান করা প্লেয়ার অরেঞ্জ ক্যাপ পায়। পুরস্কার হিসেবে তারা  ১০ লক্ষ টাকা পায়৷  গোটা মরশুমে আইপিএলে যে বোলার সবচেয়ে বেশি উইকেট নেন তাঁকে পার্পল ক্যাপ দেওয়া হয়। সেই বোলারও ১০ লক্ষ টাকা পান।
advertisement
5/6
আইপিএল ২০২৫: ব্যক্তিগত পুরস্কার এবং পরিমাণঅরেঞ্জ ক্যাপ - ১০ লক্ষ টাকা পার্পল ক্যাপ - ১০ লক্ষ টাকা এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন - ২০ লক্ষ টাকা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন - ১০ লক্ষ টাকা
আইপিএল ২০২৫: ব্যক্তিগত পুরস্কার এবং পরিমাণঅরেঞ্জ ক্যাপ - ১০ লক্ষ টাকাপার্পল ক্যাপ - ১০ লক্ষ টাকাএমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন - ২০ লক্ষ টাকামোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন - ১০ লক্ষ টাকা
advertisement
6/6
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন  - ১০ লক্ষ টাকাপাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন - ১০ লক্ষ টাকা একটি সিজনে সর্বাধিক ছক্কা - ১০ লক্ষ টাকা সিজনের সেরা গেম চেঞ্জার - ১০ লক্ষ টাকা
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন  - ১০ লক্ষ টাকাপাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন - ১০ লক্ষ টাকাএকটি সিজনে সর্বাধিক ছক্কা - ১০ লক্ষ টাকাসিজনের সেরা গেম চেঞ্জার - ১০ লক্ষ টাকা
advertisement
advertisement
advertisement