তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলেও জানা গিয়েছে। পন্টিং বলেছেন, এই চাকরির সঙ্গে এখন তাঁর ‘লাইফস্টাইলে’ খাপ খায় না। পন্টিং সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসাবে ৭টি মরসুম শেষ করেছেন।
এর আগে অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী টি-টোয়েন্টি কোচ ছিলেন তিনি। ভারতীয় কোচের পদের জন্য বিসিসিআই থেকে কোনো পরামর্শ এসেছে কি না সে বিষয়ে কিছু বলেননি তিনি।
advertisement
আরও পড়ুন- আইপিএল-এর দৌড় থেকে ছিটকে গেল বিরাট কোহলির ‘আরসিবি’, মন খারাপ অনুষ্কার, দেখুন
রিকি পন্টিং আইসিসিকে বলেছেন, ‘আইপিএল চলাকালীন কয়েকজনের সঙ্গে মুখোমুখি কথা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, আমি ওই পদের জন্য আগ্রহী কি না! আমি ভারতীয় দলের সিনিয়র কোচ হতে চাই কি না! আপাতত আমি আগ্রহী নই। আসলে আমি বাড়িতে আরও কিছুটা সময় কাটাতে চাই।
তিনি আরও বলেন, ভারতের কোচ হলে বছরে ১০ বা ১১ মাসের জন্য ভ্রম করতে হবে। সেটা আপাতত আমার জীবনের সঙ্গে খাপ খায় না।
—- Polls module would be displayed here —-
পন্টিং বলেছেন, তিনি তাঁর ছেলের সাথে প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। পন্টিং বলেছেন, ‘আমার পরিবার এবং আমার সন্তানরা গত পাঁচ সপ্তাহ আমার সাথে আইপিএলে কাটিয়েছে। ওরা প্রতি বছর এখানে আসে।
চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং, লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং কলকাতা নাইট রাইডার্সের পরামর্শদাতা গৌতম গম্ভীরের মতো আরও কিছু হাই প্রোফাইল নামও সম্ভাব্য প্রার্থী হিসাবে দেখা হচ্ছে।
আরও পড়ুন- আইপিএলের মাঝেই অবসর ভারতীয় ক্রিকেটারের! চোখের জলে জানালেন বিদায়
আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরই ভারতের বর্তমান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। বিসিসিআই ২৭ মে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করেছে।