আইপিএলের মাঝেই অবসর ভারতীয় ক্রিকেটারের! চোখের জলে জানালেন বিদায়

Last Updated:

Dinesh Karthik Retirement: রাজস্থান রয়্যালসের কাছে হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৪ থেকে বিদায় নিয়েছে। একইসঙ্গে শেষ হল ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের।

রাজস্থান রয়্যালসের কাছে হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৪ থেকে বিদায় নিয়েছে। একইসঙ্গে শেষ হল ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের। চোখের জলে মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক। মরশুম শুরুর আগেই কার্তিক জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ মরশুম। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে প্লেঅফে কোয়ালিফাই করার পর ভেবেছিলেন কেরিয়ারের শেষটা চ্যাম্পিয়ন হয়েই করবেন। কিন্তু সে আশা পূরণ হল না ডিকের।
এবার আইপিলের শুরুর দিকে বেশ কিছু আক্রমণাত্মক, অনবদ্য ইনিংস খেলেছিলেন দীনেশ কার্তিক। স্লগ ওভারে ডিকের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছিল সকলের। এমনকী টি-২০ বিশ্বকাপের দলেও কার্তিক সুযোগ পেতে পারেন বলে জল্পনা শুরু হয়ে যায়। সুযোগ মিললে টি-২০ বিশ্বকাপে যেতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন কার্তিক। কিন্তু শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি তারকা উইকেটকিার-ব্যাটার।
advertisement
advertisement
রাজস্থানের বিরুদ্ধে আরসিবি হারার পর অনেকের হয়তো মনেই ছিল না দীনেশ কার্তিকের অবসরের বিষয়টি। কিন্তু ডিকের চোখের জল সব সামনে এনে দেয়। আবেগপ্রবণ দীনেশ কার্তিককে মাঠে সামলাতে দেখা যায় বিরাট কোহলিকে। একে একে কলকে আলিঙ্গন করেন ডিকে। দর্শকদের লক্ষ্য করেও হাত নাড়তে দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত বিরাটের আলিঙ্গন, টিমের গার্ড অব অনারে শেষ হল ভারতীয় ক্রিকেটে ডিকে অধ্যায়ের।
advertisement
advertisement
প্রসঙ্গত,প্রায় দুই দশকের ক্রিকেট কেরিয়ারে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১০২৫ রান করেছেন দীনেশ কার্তিক। শতরান ১টি, অর্ধশতরান ৭টি। ওডিআইতে ৯৪ ম্যাচে ৯টি হাফ সেঞ্চুরি সহ করেছেন ১৭৫২ রান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬০ ম্যাচে করেছেন ৬৮৬ রান। হাফ সেঞ্চুরি একটি। আইপিএল কেরিয়ারে ২৫৭টি ম্যাচে করেছেন ৪৮৪২ রান, হাফ সেঞ্চুরি ২২টি।
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের মাঝেই অবসর ভারতীয় ক্রিকেটারের! চোখের জলে জানালেন বিদায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement