Anushka Sharma-Virat Kohli: আইপিএল-এর দৌড় থেকে ছিটকে গেল বিরাট কোহলির 'আরসিবি', মন খারাপ অনুষ্কার, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Rukmini Mazumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আরসিবি-র প্রায় সব ম্যাচেই অনুষ্কার উপস্থিতি বাঁধাধরা। বুধবারও এর অন্যথা হয়নি। গত সপ্তাহেই দেখা গিয়েছিল এর উল্টো ছবি। বিরাট কোহলির আরসিবি হারিয়ে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)-কে। সেই সময় নিজের উচ্ছ্বাস যেন ধরে রাখতে পারছিলেন না বিরাট-পত্নী
মুম্বই: বিরাট কোহলির প্রায় সমস্ত ম্যাচেই তাঁর হয়ে গলা ফাটাতে দেখা যায় অনুষ্কা শর্মাকে। নিঃসন্দেহে বলা যেতে পারে যে, বিরাটের সবথেকে বড় ‘চিয়ারলিডার’ তাঁর স্ত্রী-ই। আর সেই ঝলক মিলল এবারের আইপিএল-এও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হয়ে খেলেন বিরাট। ফলে আরসিবি-র প্রায় সব ম্যাচেই অনুষ্কার উপস্থিতি বাঁধাধরা। বুধবারও এর অন্যথা হয়নি। যদিও আইপিএল ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে আরসিবি। যার ফলে সঙ্গীর জন্য বেশ মুষড়ে পড়তে দেখা যায় অভিনেত্রীকে।
স্টেডিয়ামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, অনুষ্কা শর্মা দাঁড়িয়ে রয়েছেন স্টেডিয়ামের কর্পোরেট বক্সে। আর তাঁর চোখেমুখে গভীর ভাবে ফুটে উঠেছে বিষাদের ছাপ। এই ভিডিওটি ভাইরাল হতেই একাধিক ব্যবহারকারী কমেন্ট বক্সে নিজেদের প্রতিক্রিয়া জানান। এক নেটাগরিক লিখেছেন, “বিরাটের জন্য সব সময় থাকেন তিনি।” আর একজন আবার লিখেছেন, “সুন্দর জুটি।” তৃতীয় নেটিজেনের মন্তব্য, “স্ত্রী-ই তাঁর সৌভাগ্য।”
advertisement
গত সপ্তাহেই দেখা গিয়েছিল এর উল্টো ছবি। বিরাট কোহলির আরসিবি হারিয়ে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)-কে। সেই সময় নিজের উচ্ছ্বাস যেন ধরে রাখতে পারছিলেন না বিরাট-পত্নী। বিরাট যখন জয়ের আনন্দের সারা মাঠে ছুটে বেড়াচ্ছেন আর লাফাচ্ছেন, সেই সময় আবেগপ্রবণ হয়ে পড়েন অনুষ্কা। এমনকী তাঁর চোখের জলও ধরা পড়ে ক্যামেরায়।
advertisement
advertisement
advertisement
আবার অন্য একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নিজের হাত ঝাঁকাচ্ছেন অভিনেত্রী। চোখ থেকে প্রায় জল বেরিয়ে আসছিল তাঁর। এরপরেই নিজের ভালবাসার মানুষের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা যায় বিরাটকে।
এর প্রায় মাসখানেক আগেই পুত্র অকায়ের জন্মের পরে প্রথমবারের জন্য জনসমক্ষে দেখা গিয়েছে অনুষ্কাকে। আরসিবি তারকা ফ্যাফ ডুপ্লেসি একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে অনুষ্কাকে নিজের জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছে। সঙ্গে অবশ্য ছিলেন বিরাট এবং ডুপ্লেসি। প্রসঙ্গত গত ১ মে ছত্রিশে পা দিয়েছেন অনুষ্কা। বেঙ্গালুরুতে একটি ছোট পার্টির আয়োজন করেছিলেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2024 1:50 PM IST