পাঞ্জাব কিংসের চোখ ছিল তাদের প্রথম আইপিএল ট্রফির উপর। কিন্তু আবারও নিরাশ হতে হয়েছে। ২০১৪ সালের পর এই প্রথমবার তারা ফাইনালে উঠেছিল। কিন্তু এবারও খালি হাতে ফিরে যেতে হয়েছে। ১১ বছর আগেও ফাইনালে হেরে গিয়েছিল পঞ্জাব। তখন দলের অধিনায়ক ছিলেন জর্জ বেইলি। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের হারিয়ে দিয়েছিল।
advertisement
পঞ্জাবের এই পরাজয়ে সবচেয়ে বেশি মন ভেঙেছে তাদের অভিজ্ঞ লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া এই বোলার তৃতীয়বার ফাইনালে পৌঁছেও ট্রফি জিততে পারলেন না। ফাইনালে তিনি ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে একটি উইকেট নেন। তার দল আরসিবিকে ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানে আটকে রাখতে সক্ষম হয়েছিল। তবে জবাবে পাঞ্জাব ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৮৪ রানই করতে পেরেছিল।
আরও পড়ুন- বৃন্দাবনের প্রেমানন্দজি মহারাজের আশীর্বাদের ফল মিলল,১৮ বছর অপেক্ষার পর শাপমোচন কিং কোহলির
চাহাল এর আগে দু’বার ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু দু’বারই হারতে হয়েছে। ২০১৬ সালে তিনি আরসিবির দলে ছিলেন, তখন সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে পরাজিত করেছিল। এর পর তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন এবং ২০২২ সালে দলকে ফাইনালে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দুর্ভাগ্যবশত, চাহাল সেইবারও ফাইনালে হেরে যান। তখন গুজরাত টাইটান্সের দল তাদের হারিয়েছিল। এবার চাহাল তৃতীয়বার ফাইনালে নামেন এবং তাঁর বিপরীতে ছিল তার পুরোনো দল আরসিবি। তবে এবারও ফলাফল এই লেগ স্পিনারের দলের পক্ষে এল না।
চাহাল আইপিএল ২০২৫-এ ১৪টি ম্যাচ খেলেছেন। এবার তিনি ১৬টি উইকেট নিয়েছেন। চাহাল দু’বার এক ইনিংসে ৪টি করে উইকেট নিয়েছেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলে ১৭৪টি ম্যাচ খেলেছেন এবং মোট ২২১টি উইকেট নিয়েছেন। চলতি মরসুমে পঞ্জাব কিংস তাঁকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছিল। ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্ত একদম সঠিক প্রমাণিত হয়েছে এবং তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন চাহালকে আবার শিরোপা জয়ের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।