TRENDING:

IND vs SA: ইডেনের অভিজ্ঞতা এখনও টাটকা, গুয়াহাটির পিচ দেখে কী জানালেন টেম্বা বাভুমা

Last Updated:

IND vs SA 2nd Test: প্রথমবারের মতো অসমে টেস্ট আয়োজন হতে চলায় উভয় দলেরই পিচ নিয়ে কৌতুহল রয়েছে। তবে সফরকারী দলের অধিনায়ক টেম্বা বাভুমা পিচ পরিদর্শনের পর অনেকটা স্বস্তির কথা জানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছিল মাচ্র আড়াই দিনে। পিচ নিয়েও কম বিতর্ক হয়নি। অনেকে প্রশ্ন তুলেছিলেন কেন ভারত এমন একটি র‌্যাঙ্ক টার্নার তৈরি করার দাবি করেছিল। যদিও নিজেদের পাতা ফাঁদে ফেঁসে নিজেরাই ৩০ রানে ম্যাচ হেরে বসেছিল। তাই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের আগে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে গুয়াহাটির পিচ।
News18
News18
advertisement

প্রথমবারের মতো অসমে টেস্ট আয়োজন হতে চলায় উভয় দলেরই পিচ নিয়ে কৌতুহল রয়েছে। তবে সফরকারী দলের অধিনায়ক টেম্বা বাভুমা পিচ পরিদর্শনের পর অনেকটা স্বস্তির কথা জানিয়েছেন। তিনি জানান, গুয়াহাটির স্টেডিয়ামের উইকেট ইডেন গার্ডেন্সের মতো চরম টার্নিং নয়, বরং উপমহাদেশের স্বাভাবিক ধরনের পিচের মতো দেখাচ্ছে। তার মতে, এটি খেলোয়াড়দের জন্য তুলনামূলকভাবে পূর্বানুমানযোগ্য হবে, যা ব্যাটার ও বোলার উভয়ের জন্যই সুষম প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করবে।

advertisement

ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমকে বাভুমা বলেন, এই পিচটি দেখতে অনেকটাই সতেজ এবং প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে। এরপর ধীরে ধীরে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। যা উপমহাদেশীয় পিচের সাধারণ বৈশিষ্ট্য। তার মন্তব্যে স্পষ্ট, দক্ষিণ আফ্রিকা দল এই উইকেটে আগের ম্যাচের মতো কোনো অযাচিত চমক আশা করছে না। তবে তারা শেষ মুহূর্তের মূল্যায়ন শেষে কাগিসো রাবাডার পরিবর্তে কাকে দলে অন্তর্ভুক্ত করবে তা ঠিক করবে।

advertisement

আরও পড়ুনঃ IND vs SA: গিলের জায়গায় কে? কেমন হচ্ছে দ্বিতীয় টেস্টের একাদশ? কী জানালেন পন্থ

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা প্রোটিয়াদের সামনে এখন সুযোগ এগিয়ে যাওয়ার, আর ভারতের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তবে এবার নজর শুধু দুই দলের কৌশলেই নয়, বরং নতুন ভেন্যুর প্রথম আন্তর্জাতিক টেস্ট উইকেট কেমন হয় সেই দিকে। আগামী ৫ দিন হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ইডেনের অভিজ্ঞতা এখনও টাটকা, গুয়াহাটির পিচ দেখে কী জানালেন টেম্বা বাভুমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল