রিলিজ হওয়া এবং ট্রান্সফার হওয়া ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা
কেকেআর (KKR): ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), লুভনিথ শিশোদিয়া (Luvnith Sisodia), চেতন শাকারিয়া (Chetan Sakariya), আন্দ্রে রাসেল (Andre Russell), কুইন্টন ডি কক (Quinton de Kock), রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz), মইন আলি (Moeen Ali), স্পেনসর জনসন (Spencer Johnson), অনরিখ নর্ৎজে (Anrich Nortje); ময়ঙ্ক মারকান্দে (Mayank Markande)(এমআইতে)
advertisement
ডিসি (DC): মোহিত শর্মা (Mohit Sharma) , ফাফ ডু প্লেসিস (Faf du Plessis), সেদিকুল্লাহ আটাল (Sediqullah Atal), জ্যাক ফ্রেজার-মুসগুর্ক (Jake Fraser-McGurk), মনবন্ত কুমার (Manvanth Kumar), মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman), দর্শন নলকানদে (Darshan Nalkande)
জিটি (GT): জেরাল্ড কোয়েটজি (Gerald Coetzee), করিম জানাত (Karim Janat), মহিপাল লোমরর (Mahipal Lomror), দাসুন শানাকা (Dasun Shanaka), কুলওয়ান্ত খেজদোলিয়া (Kulwant Khejroliya)
এমআই(MI): করণ শর্মা (Karn Sharma), বেভান জ্যাকবস (Bevon Jacobs), মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman), ভিগনেশ পুথুর (Vignesh Puthur), কেএল শ্রীজিথ (KL Shrijith), পিএসএন রাজু (PSN Raju), রেসি টপলে (Reece Topley) এবং লিজার্ড উইলিয়ামস (Lizaad Williams); অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) (এলএসজিতে)
সিএসকে (CSK): রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), দীপক হুডা (Deepak Hooda), বিজয় শঙ্কর (Vijay Shankar), কমলেশ নগরকোটি (Kamlesh Nagarkoti), আন্দ্রে সিদ্ধার্থ (Andre Siddarth), শাইক রশিদ (Shaik Rasheed), বংশ বেদি (Vansh Bedi), ডেভন কনওয়ে (Devon Conway), রচিন রবীন্দ্র (Rachin Ravindra), মাথিশা পাথিরানা (Matheesha Pathirana); রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) স্যাম কুরান (Sam Curran) (দুজনেই আরআরে)
এসআরএইচ (SRH): রাহুল চাহার (Rahul Chahar), সিমারজিৎ সিং (Simarjeet Singh), অভিনব মনোহর (Abhinav Manohar), সচিন বেবি (Sachin Baby), আথাওয়ালে তাইদে (Atharva Taide), ওয়ায়ান মুলদার (Wiaan Mulder); মহম্মদ শামি (Mohammed Shami) (এলএসজিতে)
এলএসজি (LSG) : রবি বিষ্ণোই (Ravi Bishnoi), আকাশ দীপ (Akash Deep), আরিয়ান জুয়াল (উইকেটকিপার) (Aryan Juyal), যুবরাজ চৌধুরী (Yuvraj Chaudhary), রাজবর্ধন হাংরেকার (Rajvardhan Hangargekar), ডেভিড মিলার (David Miller), শমার জোসেফ (Shamar Joseph), শার্দুল ঠাকুর (Shardul Thakur) (এমআইতে )
পিবিকেএস (PBKS): গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), অ্যারন হার্ডি (Aaron Hardie), কাইল জেমিসন (Kyle Jamieson), কুলদীপ সেন (Kuldeep Sen), প্রবীণ দুবে (Praveen Dubey), মিচেল ওয়েন (Mitchell Owen)
আরআর (RR): কুমার কার্তিকেয় (Kumar Kartikeya), আকাশ মাধওয়াল (Akash Madhwal), কুণাল সিং রাঠোর (Kunal Singh Rathore), অশোক শর্মা (Ashok Sharma), ওয়ানিন্দু হাসরাঙ্গা (Wanindu Hasaranga), ফজলহক ফারুকী (Fazalhaq Farooqi), মহেশ থেকশানা (Maheesh Theekshana); সঞ্জু স্যামসন (Sanju Samson) (সিএসকেতে), নীতীশ রানা (Nitish Rana) (ডিসিতে)
আরসিবি (RCB): লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), লুঙ্গি এনগিদি (Lungi Ngidi) , ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) , স্বস্তিক চিঙ্কারা (Swastik Chikara), মনোজ ভান্ডে (Manoj Bhandage), মোহিত রাঠি ( Mohit Rathee)
ফ্র্যাঞ্চাইজির হাতে বাকি বাজেট
সানরাইজার্স হায়দরাবাদের পার্সে টাকা- ২৫.৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে টাকা – ১৬.৪ কোটি
কেকেআরের পার্সে টাকা- ৬৪.৩ কোটি
মুম্বই ইন্ডিয়ান্সের পার্সে টাকা- ২.৭৫ কোটি
সিএসকে-র পার্সে টাকা- ৪৩.৪ কোটি
গুজরাত টাইটান্সের পার্সে টাকা- ১২.৯ কোটি
লখনউ সুপার জায়ন্টসের পার্সে টাকা- ২২.৯৫ কোটি
পঞ্জাব কিংসের পার্সে টাকা- ১১.৫ কোটি
দিল্লি ক্যাপিটাল্সের পার্সে টাকা- ২১.৮ কোটি
রাজস্থান রয়্যালসের পার্সে টাকা-১৬.৫ কোটি
